এই বছরেই ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Redmi
Redmi ব্র্যান্ডের অধীনে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে। এই ফোনে থাকবে Samsung ISOCELL Bright GW1। সম্প্রতি 64 মেগাপিক্সেল এই মোবাইল ক্যামেরার সেন্সর নিয়ে এসেছিল Samsung। Xiaomi জানিয়েছে 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে আসবে এই স্মার্টফোন।