Apple Watch Series 11 রক্তচাপ মাপতে পারবে। তবে এটি পুরোপুরি রক্তচাপ মাপার যন্ত্রের মতো কাজ করবে না, বরং রক্তচাপ বেড়ে গেলে ব্যবহারকারীকে সতর্ক করবে। অ্যাপলের স্মার্টওয়াচটি শুধু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করবে।
iPhone 17 সিরিজে এই বছর চারটি মডেল আসবে — iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max। প্লাস মডেলের পরিবর্তে এয়ার মডেলটি লঞ্চ হবে, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ও হালকা আইফোন।