আজকাল কম দামে প্রিমিয়াম ফোনের প্রায় সব ফিচার পাওয়া গেলেও ক্যামেরা বিভাগে অনেকটা আপোশ করতে হয়। কিন্তু একটু দেখে স্মার্টফোন কিনলে 10,000 টাকার কম দামের ফোনেও ভালো ছবি তোলা সম্ভব।
ফোন কেনার আগে বুঝতে পারছেন না কোনটি আপনার জন্য সেরা? সব জনপ্রিয় কোম্পানি 15,000 টাকার আশেপাশে একাধিক ফোন লঞ্চ করেছে ভারতে। এক নজরে ভারতে 15,000 টাকার নীচে সেরা পাঁচটি স্মার্টফোন।