Jio এফেক্ট: পোস্টপেড প্ল্যান ডেলে সাজালো Vodafone
নিজেদের পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো Vodafone। Jio কে বাজারে টক্কড় দিতেই এই প্ল্যানগুলি লঞ্চ করেছে Vodafone। এর সাথেই নতুন এই প্ল্যানের গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ দিচ্ছে কোম্পানি। কিছু পোস্টপেড প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix এর সাবস্ক্রপশানও দিচ্ছে Vodafone।