3 মে পর্যন্ত চলবে Flipkart Flipstart Days Sale। অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। তবে এই সেলে স্মার্টফোন সস্তা হয়নি।
বুধবার শুরু হচ্ছে 'Flipstart Days' সেল। 1-3 মে Flipkart এ এই সেল চলবে। এই সেলে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।