শুক্রবার ভারতে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max প্রি-অর্ডার শুরু হল। অনলাইনে Amazon, Flipkart আর Paytm Mall থেকে নতুন iPhone মডেলগুলি প্রি-অর্ডার করা যাচ্ছে।
মঙ্গলবার iPhone 11 Pro আর iPhone 11 Pro Max লঞ্চ করল Apple। এই দুই ফোনে রয়েছে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে আর তিনটি রিয়ার কামেরা। একই সাথে লঞ্চ হয়েছে iPhone 11, iPad (10.2 ইঞ্চি), Apple Watch Series 5।
Apple Event: iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। iPhone 11 সিরিজের তিনটি ফোনের একটিতে LCD ডিসপ্লে থাকলেও দুটি ফোনে থাকবে OLED ডিসপ্লে। তিনটি নতুন iPhone এর সাথেই আজ লঞ্চ হতে পারে নতুন Apple Watch Series 5 আর iPad এর নতুন অপারেটিং সিস্টেম iPadOS এর স্টেবেল ভার্সান।