সম্প্রতি Macro-সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির অ্যাকশন থ্রিলার ধাঁচের গল্পটি দারুন মনোগ্রাহী হয়ে উঠেছে। “Macro”-প্রথম মালায়ালাম সিনেমা যা 100 কোটির বেশি টাকা আয় করেছে এবং A-গ্রেড মালায়ালাম সিনেমায় নিজের জায়গা করে নিয়েছে। তাই এটি সিনেমাটিকে এবার OTT-প্ল্যাটফর্মে রিলিজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Sony LIV-এটির দ্বায়িত্ব নিয়েছে
সম্প্রতি উন্নী মুকন্দন দ্বারা অভিনীত, হানিফ আদেনি দ্বারা পরিচালিত এবং শরীফ মহমদের প্রযোজনায় নির্মিত “Macro” সিনেমাটি সিনেমাঘরে মুক্তি পেয়েছে। মুক্তির পরই দর্শকদের মধ্যে সিনেমাটি ব্যাপকভাবে সাড়া পেয়েছে। অ্যাকশনে ভরপুর সিনেমার অসাধারণ প্লট দর্শকদের মনোগ্রাহী হতে উঠেছে