Sony LIV-প্লাটফর্মটিতে অ্যাকশন-থ্রিলার ভিত্তিক Macro-সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ করা হবে

চারটি ভাষার সাথে Macro-সিনেমাটিকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে

Sony LIV-প্লাটফর্মটিতে অ্যাকশন-থ্রিলার ভিত্তিক Macro-সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ করা হবে

Photo Credit: SonyLiv

মার্কো একাধিক ভাষায় Sony LIV-তে প্রিমিয়ার করে।

হাইলাইট
  • Macro-সিনেমাটি বিভিন্ন ভাষার সাথে 2025-সালের আগামী 14ই ফেব্রুয়ারী Sony
  • “Unni Mukundan”-মার্কোতে একজন ন্যায় বিচারের চাহিদা সম্পন্ন প্রতিশোধপরা
  • হানিফ আদেনী দ্বারা পরিচালিত ‘Macro’-সিনেমাটি তীব্র অ্যাকশন এবং পারিবারি
বিজ্ঞাপন

মালায়ালাম অ্যাকশন থ্রিলার সিনেমা “Macro” বর্তমানে সবচেয়ে আলোচিত অ্যাকশন সিনেমা, যাকে খুব শীঘ্রই OTT-তে মুক্তি পেতে চলেছে। Sony LIV-আগামী 14-ই ফেব্রুয়ারি থেকে সিনেমাটি স্ট্রিমিং করবে। সফলভাবে প্রেক্ষাগৃহে চলার পর বর্তমানে সিনেমাটিকে বিস্তৃত দর্শকের কাছে পৌঁছানোর জন্য এটিকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে রিলিজ করা হচ্ছে। সিনেমাটি তার রক্ত-গরম করা অ্যাকশন সিকোয়েন্সের জন্য পরিচিতি পেয়েছে এবং বর্তমানে এটি বিভিন্ন ভাষায় উপলব্ধ হতে চলেছে যেমন - মালায়ালাম, তামিল, তেলেগু এবং কানাডা। তবে হিন্দি ভাষায় স্ট্রিমিং করার তারিখ এখনও প্রকাশিত হয়নি।

‘Macro' সিনেমাটি কখন এবং কোথায় দেখতে পাবেন:

Macro-সিনেমাটি আগামী 14-ই ফেব্রুয়ারি থেকে Sony LIV-এ স্ট্রিমিংএর জন্য উপলব্ধ হতে চলেছে। সিনেমাটি মালায়ালাম, তেলেগু, তামিল এবং কানাডা ভাষায় মুক্তি পেতে চলেছে যা বিভিন্ন অঞ্চলের দর্শকদেরকে এই আকর্ষণীয় গল্পটির অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। তবে হিন্দি বিকল্পের সাথে এটির ডিজিট্যাল রিলিজের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তাই অনুগামীদের পুনরায় আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

“Macro”-র অফিসিয়াল ট্রেলার এবং প্লট:

‘Macro'-র ট্রেলারটিতে সাসপেন্স এবং অ্যাকশনের সাথে এক উত্তেজনাপূর্ণ গল্পের ঝলক দেখা যায়। ছবিটি ‘Macro'-কে ঘিরে আবর্তিত, যিনি একজন ক্রিমিনাল, যে কিনা তার ভাইয়ের মৃত্যুর পর প্রতিশোধপরায়ন হয়ে ওঠে। Tony Issac-দ্বারা চালিত একটি নিষ্ঠুর সিন্ডিকেট Victor-কে খুন করার পর, ম্যাক্রো ন্যায় বিচারের জন্য ফিরে আসে, যেখানে তাকে টনির নির্দয় ছেলে সহ একাধিক শত্রুর সম্মুখীন হতে হয়।গল্পের কাহিনীতে মার্কোকে এক সাঙ্ঘাতিক বিশ্বাসঘাতকতা, হত্যা, প্রতিশোধমূলক পরিস্থিতিতে পরিচালিত হতে হয়, যা মার্ককে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে দিয়ে তার শেষ সীমাটুকু পরীক্ষা করে এবং গল্পটিকে আরো তীব্র করে তোলে।

Macro-র কাস্ট এবং ক্রু:

“Macro”-সিনেমাটি পরিচালনা করেছেন Haneef Adeni, যেখানে ‘Unni Mukundan' এটির প্রধান চরিত্র ‘Macro D'Peter'-এর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও এই সিনেমায় বিশিষ্ট অভিনেতা ‘সিদ্দিককে' মার্কোর পালক ভাই ‘জর্জ-ডি-পিটারের' ভূমিকায়, ‘জগদীশের' ভূমিকার ‘টনি আইজ্যাক', ‘অভিমন্যু থিলাকানের' ভূমিকায় ‘রাসেল আইজ্যাককে' দেখা গিয়েছে। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য সদস্য যেমন- ‘সাইরাস আইজ্যকের' ভূমিকায় ‘কবির-দুহান সিং', ‘দেবের' ভূমিকায় ‘অ্যাণসন পাল' এবং ‘মারিয়া' যিনি ম্যাক্রো হবু স্ত্রী তার ভূমিকায় ‘যুক্তি থারেজা' আছে। সিনেমাটির গান কম্পোজ করেছেন ‘Ravi Basrur' এবং সিনেমোগ্রাফিটি পরিচালনা করেছেন ‘Chandru Selvaraj'।

‘Macro'-সিনেমাটির প্রতিক্রিয়া:

‘Macro'-সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর এক উল্লেখযোগ্য কমার্শিয়াল সাফল্য অর্জন করেছে। এটি প্রথম A-রেটেড মালায়ালাম সিনেমা যা 100 কোটির গণ্ডি ছাড়িয়েছে এবং মোট 115 কোটির বেশি অর্জন করেছে। সর্বপ্রথম সিনেমাটি মালায়ালাম এবং হিন্দি ভাষায় বিগত 20-ই ডিসেম্বর মুক্তি পায়, এরপর জানুয়ারি মাসের 1-তারিখ তেলেগু এবং 31-সে জানুয়ারি কানাডা ভাষায় মুক্তি পায়। এটির বক্স অফিসে অবদান এবং অ্যাকশন ভিত্তিক গল্পটি ব্যাপকহারে মনোগ্রাহী হয়ে উঠেছে,ফলে স্বত্তর এটি OTT-তে রিলিজ করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ
  2. Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার পথে, 200MP রিয়ার ক্যামেরা ও 50MP ফ্রন্ট ক্যামেরায় ঝড় তুলবে
  3. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  4. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
  5. Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
  6. Redmi Turbo 5: রেডমির 9,000mAh ব্যাটারির ফোন নিয়ে বড় আপডেট, বাজার কাঁপাতে লঞ্চ শীঘ্রই
  7. Moto G67 Power 5G সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না
  9. Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!
  10. Tecno মাত্র 9,999 টাকায় অপরূপ দেখতে ফোন আনল, 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »