ভারতে Mi Band 3 এর দাম 1,999 টাকা। শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে পাওয়া যাবে Mi Band 3। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে Mi Band 3। শিঘ্রই Mi Home সহ একাধিক অফলাইন রিটেলে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।
Mi Band 2 এর মতোই Mi Band 3 তেও গ্রাহকরা ফোনের সব অ্যাপ ও কল নোটিফিকেশান পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে এই ফিটনেস ব্যান্ডে থাকবে মোশান সেন্সার। সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Mi Band 3।