ভারতে Mi Band 3 এর দাম 1,999 টাকা। শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে পাওয়া যাবে Mi Band 3। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে Mi Band 3। শিঘ্রই Mi Home সহ একাধিক অফলাইন রিটেলে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।
শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে পাওয়া যাবে Mi Band 3
মে মাসে চিনে লঞ্চ হওয়ার পরে অবশেষে ভারতে পৌঁছালো Xiaomi –র লেটেস্ট ফিটিনেস ব্যান্ড Mi Band 3। নতুন এই ফিটনেস ব্যান্ডে যোগ হয়েছে ক্যাপাসিটিভ ডিসপ্লে ও ওয়াটার রেসিস্ট্যান্ট ফিচার। Mi Band 3 তে রয়েছে একটি 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে। সাথে থাকবে থ্রি ডী কার্ভড ডিসপ্লে। Mi Band 3 থেকে ফোনের মেসেজ সহ সব নোটিফিকেশান দেখে নেওয়া যাবে। এর সাথেই থাকছে হার্ট রেট সেন্সার, স্টেপ কাউন্ট, ক্যালোরি কাউন্ট ডিসটেন্স কাউন্টের মতো হেলথ ও ফিটনেস ফিচার।
ভারতে Mi Band 3 এর দাম 1,999 টাকা। শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে পাওয়া যাবে Mi Band 3। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে Mi Band 3। শিঘ্রই Mi Home সহ একাধিক অফলাইন রিটেলে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।
Mi Band 2 এর মতোই Mi Band 3 তেও গ্রাহকরা ফোনের সব অ্যাপ ও কল নোটিফিকেশান পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে এই ফিটনেস ব্যান্ডে থাকবে মোশান সেন্সার। সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Mi Band 3। Android 4.4 ও iOS 9.0 বা তার বেশি ভার্সানের যে কোন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে নতুন Mi Band 3। কোম্পানি দাবি করেছে নতুন এই ভার্সানে আরও ভালো পেডমিটার ব্যাবহার করা হয়েছে।
নতুন Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি। এই ডিসপ্লের রেসোলিউশান 128x80 পিক্সেলস। নতুন Mi Band 3 তে থাকবে হার্ট রেট (PPG) সেন্সার। রাতে কেমন ঘুম হল Mi Band 3 এর মাধ্যমেই তা জেনে যেতে পারবেন। নতুন এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি। প্রসঙ্গত Mi Band 2 এ ব্যাবহার হয়েছিল 70 mAh ব্যাটারি। আর কোম্পানি জানিয়েছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে Mi Band 3 তে।
কানেক্টিভিটির জন্য এই ফিটনেস ব্যান্ডে রয়েছে Bluetooth 4.2। প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথেই কাজ করবে Mi Band 3। এছাড়াও এই প্রথম NFC কানেক্টিভিটি দেখা গেল Mi Band 3 এ। স্ট্র্যাপ সহ Mi Band 3 এর ওজন মাত্র 20 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video