গাড়িতে ফোন চার্জ করেন? দেখে নিন এই Xiaomi প্রোডাক্টটি
ভারতে Xiaomi কার চার্জার বেসিকের দাম 599 টাকা। তবে Mi.com ওয়েবসাইট থেকে 499 টাকায় এই চার্জার কেনা যাচ্ছে। এই চার্জারের দুটি পোর্ট ব্যবহার করে একসাথে দুটি ডিভাইস চার্জ করা যাবে। তবে একটি পোর্টে Quick Charge 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।