তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিনি বানসাল। কল্যান কৃষ্ণমূর্তি Flipkart সিইও হিসাবে কাজ করবেন। Jabong ও Myntra কোম্পানির প্রধান থাকবেন কল্যান। PhonePe কোম্পানির সিইও হিসাবে কাজ করবেন সমীর নিগম।
নিজেদের স্মার্ট ওয়্যারেবেল ডিভাইস লঞ্চ করল Myntra। Myntra Blink Go নামে একটি ফিটনেস ট্র্যাকার লঞ্চ করেছে Flipkart এর এই কোম্পানিটি। Blink Go এর দাম 4,199 টাকা।