আগামী 4ই মার্চ অনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Nothing Phone 3a Series
ঘোষণা করা হলো আবার একটি নতুন হ্যান্ডসেট সিরিজের। Nothing Phone 3a সিরিজ, যেটি পরবর্তী মাসেই লঞ্চ হতে চলেছে। Nothing-কোম্পানি দাবি করেছে যে, তাদের আসন্ন সিরিজটি এটির পূর্বসূরী Nothing Phone 2a-সিরিজটির তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী হয়ে আসতে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো সিরিজটি Snapdragon-এর চিপসেট পেতে চলেছে