ঘোষণা করা হলো আবার একটি নতুন হ্যান্ডসেট সিরিজের। Nothing Phone 3a সিরিজ, যেটি পরবর্তী মাসেই লঞ্চ হতে চলেছে। Nothing-কোম্পানি দাবি করেছে যে, তাদের আসন্ন সিরিজটি এটির পূর্বসূরী Nothing Phone 2a-সিরিজটির তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী হয়ে আসতে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো সিরিজটি Snapdragon-এর চিপসেট পেতে চলেছে
সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, Nothing Phone 3A-হ্যান্ডসেট টি আগামী 4-ই মার্চ লঞ্চ করা হতে পারে। তবে একজন পর্যন্ত মনে করা হচ্ছে হ্যান্ডসেটটি একটি প্রো-বিকল্পের সাথেও সাথে আসতে পারে। প্রত্যাশিত লঞ্চের আগেই হ্যান্ডসেটটির একটি ছবি টিজ করা হয়েছে, যেখানে ফোনটিতে একটি নতুন বোতাম দেখা গিয়েছে, যেটিকে ক্যামেরা কন্ট্রোল বোতাম বলে মনে করা হচ্ছে