সফটওয়্যার আপডেট পেল Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro
থাইল্যান্ডে Samsung Galaxy J7 Nxt ফোনে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে। অন্যদিকে আলজেরিয়া, মেক্সিকো, স্পেন, ও রাশিয়ার Galaxy J7 Pro গ্রাহকরা নতুন আপডেট পেতে শুরু করেছেন। 2017 সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy J7 Nxt আর Galaxy J7 Pro।