Aadhaar PAN linking news: ইউআইডিএআই ওয়েবসাইট (uidai) অনুসারে আবেদনকারীকে নাম, ঠিকানা, জন্মের তারিখ, মোবাইল নম্বর এবং ইমেল-এর মতো প্রাথমিক বিবরণও সরবরাহ করতে হবে যা পরে আধার কেন্দ্রে গিয়ে আপডেট করাও যেতে পারে।
আধার নম্বরের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে পাওয়া OTP এর মাধ্যমে নতুন PAN নম্বর তৈরী করে নিতে পারবেন গ্রাহকরা। আধার কার্ডে থাকা নাম, বয়স, ঠিকানা ও জন্মদিনের তথ্যই এই পদ্ধতিতে তৈরী PAN এ ব্যবহার হবে।