Lunar Eclipse 2020 Today: শুক্রবার ভারতীয় সময় রাত 10 টা 37 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সেই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসার কারণে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়বে। প্রায় 4 ঘণ্টা 05 মিনিট স্থায়ী থাকবে শুক্রবার রাতের চন্দ্রগ্রহণ।
Lunar Eclipse 2020: 10 জানুয়ারি নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ হবে। গোটা ভারত থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।