Lunar Eclipse 2020 Today: স্মার্টফোনে চন্দ্রগ্রহণের ছবি তুলবেন কীভাবে?

Lunar Eclipse 2020 Today: শুক্রবার ভারতীয় সময় রাত 10 টা 37 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সেই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসার কারণে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়বে। প্রায় 4 ঘণ্টা 05 মিনিট স্থায়ী থাকবে শুক্রবার রাতের চন্দ্রগ্রহণ।

Lunar Eclipse 2020 Today: স্মার্টফোনে চন্দ্রগ্রহণের ছবি তুলবেন কীভাবে?

Photo Credit: NASA

Chandra grahan 2020: 4 ঘণ্টা 05 মিনিট স্থায়ী থাকবে শুক্রবার রাতের চন্দ্রগ্রহণ

হাইলাইট
  • স্মার্টফোনে ফ্ল্যাশ ব্যবহার করবেন না
  • এইচডিআর মোডে ছবি তুলেতে পারেন
  • টাইম ল্যাপস মোড ঘেঁটে দেখুন
বিজ্ঞাপন

Chandra grahan: এখনও নতুন বছর শুরুর আমেজ কাটেনি। আর বছরের শুরুতেই প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে দেশবাসী। শুক্রবার ভারতীয় সময় রাত 10 টা 37 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সেই সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসার কারণে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়বে। প্রায় 4 ঘণ্টা 05 মিনিট স্থায়ী থাকবে শুক্রবার রাতের চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবেন। ডিএসএলআর অথবা মিররলেসের মতো  ক্যামেরা ব্যবহার করে সহজেই এই গ্রহণের ছবি তোলা সম্ভব।

ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরায় স্মার্টফোন ক্যামেরার থেকে তুলনামূলক বড় সেন্সর থাকে। যদিও সম্প্রতি প্রযুক্তির  অভাবনীয় উন্নতি হওয়ার কারণে চাইলে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করেও চন্দ্রগ্রহণের ছবি তোলা সম্ভব হবে। নিজের স্মার্টফোন ব্যবহার করে শুক্রবারের চন্দ্রগ্রহণের ছবি তোলার পরিকল্পনা থাকলে অবশ্যই এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন।

সঠিক জায়গা থেকে ছবি তুলুন

চারপাশে আলো কম থাকলে ক্যামেরায় চন্দ্রগ্রহণের ছবি ভালো উঠবে। পরিষ্কার আকাশ ছাড়াও আকাশে কম আলো থাকা আবশ্যিক। এমন জায়গায় পৌঁছে চন্দ্রগ্রহণের ছবি তুলুন যেখানে চারপাশে কম আলো থাকবে। ছবি তোলার সময় ফ্রেমে গাছের পাতা অথবা উঁচু বাড়ির মতো জিনিস রেখে ছবিকে আকর্ষণীয় করে তুলতে পারেন।

সাথে রাখুন ট্রাইপড

ট্রাইপড ব্যবহার করে চন্দ্রগ্রহণের ছবি তোলার চেষ্টা করুন। চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় আলো কম থাকার কারণে লম্বা শাটার স্পিডের প্রয়োজন হতে পারে। এই সময় ট্রাইপড ব্যবহার করলে ঝকঝকে ছবি উঠবে।

tripod smartphone manfrotto amazon tripod

চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় ট্রাইপড ব্যবহার করুন

আলাদা লেন্স ব্যবহার করুন

এক্সটারনাল টেলিফটো লেন্স ব্যবহার করে দেখতে পারেন। সম্প্রতি কিছু স্মার্টফোনে অপটিকাল জুম ব্যবহার হলেও বেশীরভাগ জুমে থাকে ডিজিটাল জুম। ডিজিটাল জুম ব্যবহার করছে ছবির গুণমান নষ্ট হয়। বিশেষ করে কম আলোতে ডিজিটাল জুম ব্যবহার না করাই ভালো। স্মার্টফোন ক্যামেরায় এক্সটারনাল লেন্স ব্যবহার করে যে কোন ফোনে অপটিকাল জুম করা যাবে।

এইচডিআর মোড ব্যবহার করুন

চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় আকাশ কালো থাকলেও চাঁদের ঔজ্জ্বল্য তুলনায় বেশি থাকবে। এই দুই আলোর সামঞ্জস্য বজায় হারতে ক্যামেরার ডাইনামিক রেঞ্জ বেশি থাকা প্রয়োজন। এই কারণে প্রয়োজন হাই ডাইনামিক রেঞ্জ অথবা এইচডিআর মোড। ছবিতে চাঁদের ডিটেল ধরতেও কাজে লাগবে এই মোড।

প্রো মোড ব্যবহার করুন

আজকাল প্রয় সব স্মার্টফোন ক্যামেরাতেই প্রো মোড থাকে। এই মোডে ক্যামেরার সব কিছু নিজেই নিয়ন্ত্রণ করা যায়। প্রো মোডে আইএসও, শাটার স্পিড বদল করে চন্দ্রগ্রহণে দুর্দান্ত ছবি তোলা সম্ভব। শাটার স্পিড বাড়িয়ে ও আইএসও কমিয়ে এক্সপোজার নিয়ন্ত্রণ করতে পারেন।

ফ্ল্যাশ ব্যবহার করবেন না

আপনার ক্যামেরার ফ্ল্যাশ কোন ভাবেই চাঁদ পর্যন্ত পৌঁছবে না। তাই চাঁদের ছবি তোলার সময় ফ্ল্যাশ বন্ধ রাখুন।

বার্স্ট মোড ও টাইম ল্যাপস তুলুন

চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় বার্স্ট মোড ও টাইম ল্যাপস তুলে দেখতে পারেন। অন্য সকলের থেকে আলাদা হবে আপনার ছবি।

র‍্য ফর্ম্যাটে ছবি তুলুন

র‍্য ফর্ম্যাটে ছবি তুললে ছবিতে বেশি ডিটেল ধরা থাকে। যা প্রসেসিংয়ের সময় কাজে লাগে। সেটিং থেকে শুটিং মোড বদলে জেপিইজি থেকে র‍্য করে নিন।

ছবি এডিট করুন

ছবি তোলার পরে স্মার্টফোন অথবা কম্পিউটারে নিজের পছন্দের অ্যাপ ব্যবহার করে এডিট করুন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  2. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  3. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  4. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  5. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  6. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
  7. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  8. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
  9. BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!
  10. Lava Bold N1 Lite: মাত্র 5,698 টাকায় বাজারে ঝড় তুলতে হাজির দুর্দান্ত ভারতীয় স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »