পারফরম্যান্সের দিক থেকে পোকো-কে টেক্কা দিয়েছে লাভা। মাল্টিটাস্কিং ও গেম খেলার সময় Play Max-এর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভেপার চেম্পার কুলিং সিস্টেম রয়েছে। লাভা দাবি করছে, COD, BGMI, Free Fire-এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলি হিটিং বা গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনে খেলা যাবে।
Poco C85 5G ফোনে ওয়েট টাচ ফিচার থাকার ফলে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিন সঠিকভাবে কাজ করবে৷ স্মার্টফোনটির স্ক্রিন TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে৷