স্যামসাং কোম্পানী লঞ্চ করেছে কয়েকটি নতুন হ্যান্ডসেট। যার মধ্যে উল্লেখযোগ্য হলো Galaxy A56 5G এবং Galaxy A36 5G। সাথে আছে Galaxy A26 5G। Samsung Galaxy A56 5G এবং Galaxy A36 5G হ্যান্ডসেটগুলো কিছুটা একই ধরনের বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়েছে
সম্প্রতি স্যামসাং কোম্পানীর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে, এটিতে কোম্পানির বেশ কিছু হ্যান্ডসেট উন্মোচন করা হয়েছে এবং অনুষ্ঠান চলাকালীন আসন্ন কিছু ডিভাইসের জন্য ইঙ্গিতও দেওয়া হয়েছে। এবার স্যামসাং কোম্পানির তিনটি নতুন স্মার্টফোনকে TUV রাইনল্যান্ডের ওয়েবসাইটে দেখা গেলো, অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই এগুলি লঞ্চ করা হতে পারে