কেন Apple কে 65 হাজার কোটি টাকা দিচ্ছে Google?
iPhone এর ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকার জন্য আগামী বছর Apple কে 12 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 87 হাজার কোটি টাকা) দিতে পারে সার্চ ইঞ্জিন জায়েন্ট। Siri ও Safari থেকে কতো মানুষ সার্চ করছেন সেই অনুসারে এই টাকা ধার্য হয় বলে জানানো হয়েছে এই রিপোর্টে।