Veo 3 ব্যবহারকারীদের লিখিত বা ইমেজ-ভিত্তিক প্রম্পটের উপর ভিত্তি করে 8 সেকেন্ডের HD (720p) ভিডিও ক্লিপ তৈরি করতে দেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপ, ও বাস্তবসম্মত বা নাটকীয় আবহ যোগ করা যায়। সমৃদ্ধ ও নিমগ্ন গল্প বলার এই সুযোগই একে অন্যান্য AI ভিডিয়ো বানানোর টুল থেকে আলাদা করেছে।