Xiaomi 16 Ultra-তে SmartSens ক্যামেরা সেন্সর ব্যবহার থাকতে পারে। Huawei Pura 80 Ultra-তে এমনই এক SC5A0CS ক্যামেরা সেন্সর রয়েছে, যা SmartSens দ্বারা তৈরি। এই 1-ইঞ্চি প্রাইমারি লেন্সটি শাওমির আপকামিং ফ্ল্যাগশিপেও ব্যবহার হতে পারে। সংস্থা Sony LYT-900 সেন্সরকে বাদ দিয়ে নতুন সেন্সরটি ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে।
ভারতে শুরু হয়ে গিয়েছে 2025 সালের অ্যামাজন গ্রেট সামার সেল। সেলটি প্রাইম সদস্যদের জন্য 1মে রাত্রি 12 টায় অগ্রিম শুরু হয়েছিল এবং অন্যান্য সাধারণদের জন্য 12 ঘণ্টা পর শুরু হয়েছিল। সেলটি অসাধারণ সমস্ত অফার নিয়ে হাজির হয়েছে