18-ই মার্চ উবের এর স্বপরিচালিত গাড়ি টি 49 বছর বয়সী একজন মহিলাকে ধাক্কা দেয় টেম্পের ফিনিক্স শহরের রাস্তায়
উবের সোমবার ঘোষণা করেছে যে তারা প্রাক্তন মার্কিন পরিবহন কর্মকর্তাকে পুনরায় ফিরিয়ে এনেছে মার্চে ঘটে যাওয়া মারাত্মক স্ব-পরিচালিত গাড়ি দুর্ঘটনার বিষয়ে উপদেশ দেবার জন্য। কিন্তু তারা তাদের ওয়েবসাইটের রিপোর্টটির ওপর মন্তব্য করতে অস্বীকার করে জানিয়েছেন যে সফটওয়্যারের ত্রুটি দুর্ঘটনার জন্য মূলত দায়ী।
সোমবার উবের জানিয়েছে যে দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর কারণের জন্য দায়ী ছিল স্ব-পরিচালিত গাড়িটির সফটওয়্যারটি, যা মানুষটিকে সনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। আউটলেট থেকে জানানো হয়েছে যে গাড়ির সেন্সর পথচারীকে সনাক্ত করতে পারলেও সফটওয়্যার এর সমস্যার জন্য তা সঠিক ভাবে কাজ করেনি।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এন টি এস বি ) এর তদন্তে উদ্ধৃতি দিয়ে উবের জানিয়েছে " আমরা ঘটনার ব্যাপারে মন্তব্য করতে পারি না "।
18-ই মার্চ উবের এর স্বপরিচালিত গাড়ি টি 49 বছর বয়সী একজন মহিলাকে ধাক্কা দেয় টেম্পের ফিনিক্স শহরের রাস্তায়।
উবের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলে, যে তারা এখন স্ব-চালিত যানবাহনগুলো স্থগিত রেখে স্ব-পরিচালন কর্মসূচীর বিষয়টির ওপর নজর দিচ্ছে এবং এন টি এস বি-এর প্রাক্তন সভাপতি ক্রিস্টোফার হার্ট-কে নিয়োগ করেছে নিরাপত্তা সংক্রান্ত বিষয় এ কিছু উপদেশ দেবার জন্য এবং তারা সকল রকম পর্যালোচনা এবং সমস্যাগুলো খুব তাড়াতাড়ি মিটিয়ে নতুন কোনো বিষয় ঘোষণা করার আশ্বাস দিয়েছে। হার্ট যদিও এই বিষয় এ এখনো কিছু মন্তব্য করেন নি।
দুর্ঘটনার একটি ভিডিওতে যদিও দেখা যাচ্ছে যে মহিলাটিকে ধাক্কা দেবার আগে গাড়িটি ব্রেক কষেনি। গাড়িতে তখন একজন ড্রাইভার ছিল, কিন্তু সে রাস্তার দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে ছিল এবং ভিডিওটি শেষ হবার আগে লক্ষ্য করা যাচ্ছে যে চালকটি যখন সামনের দিকে লক্ষ্য করে তখন অবস্থা দেখে চমকে ওঠে।
দক্ষিণ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং স্বপরিচালিত গাড়ি বিশারদ ব্রায়ান্ট ওয়াকার স্মিথ মেইল করে জানিয়েছেন যে সফটওয়্যার টি সম্ভবত মানুষ হিসাবে সনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তিনি এও বলেন যে সফটওয়্যার এর মাধ্যমে গাড়ি চালানো যথেষ্ট সংশয়ের।
উবের এর প্রধান কার্যনির্বাহক ডারা খসরওশাহী যদিও বলেছেন যে তারা স্ব-পরিচালিত গাড়ির বিষয় টি নিয়ে যথেষ্ট আত্ববিশ্বাসী।
হার্ট, পূর্বেও একটি দুর্ঘটনার বিষয়ে উল্লেখ করেছেন যে স্বপরিচালিত গাড়ির দ্বারা যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, তবুও এই স্বপরিচালিত গাড়ি চালানোর বিষয়টির ওপর ভরসা রাখার আবেদন জানিয়েছেন তিনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report