আপাতত শুধুমাত্র Siri ডিজিটাল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে অ্যাপেল ওয়াচ। কিন্তু এবার আনঅফিশিয়ালি অ্যাপেল ওয়াচে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট পাওয়া যাবে। ‘Voice in a Can’ নামে একটি থার্ড পার্টি অ্যাপ দিয়ে নতুন এই ফিচার পাওয়া যাবে। শুধুমাত্র অ্যাপেল ওয়াচেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। App Store এ পাওয়া যাবে এই অ্যাপটি। এই অ্যাপ চলার জন্য সারাক্ষন ঘড়িকে iPhone এর সাথে কানেক্টেড থাকতে হবে না। এই অ্যাপ এর দাম $1.99।
যদিও এই অ্যাপ থেকে খুব বেশি প্রত্যাশা করার কোন কারন নেই। খুব সাধারন ফিচারও ব্যাবহার করা যাবে এই এই অ্যাপ দিয়ে। ভয়েস কল করা বা মিউজিক কন্ট্রোলের মতো সাধারন কাজ করতে পারেনি এই অ্যাপ। এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। যদিও অ্যালেক্সার সাথে যুক্ত স্মার্ট হোম ডিভাইসগুলিকে এই অ্যাপ দিয়ে কন্ট্রোল করা গিয়েছে।
আপনার অ্যাপেল ওয়াচে অ্যালেক্সা ইনস্টল করার জন্য অ্যাপটি ইন্সটল করুন। এরপরে আপনার অ্যালেক্সা অ্যাকাউন্ট সিঙ্ক করতে হবে। যদিও রিপোর্টে জানানো হয়েছে খুবই স্লো এই অ্যাপ। একই সাথে অ্যাপেল ওয়াচের স্ক্রিন বন্ধ হলে প্রত্যেকবার অ্যালেক্সার সাথে সিঙ্ক নষ্ট হয়েছে অ্যাপেল ওয়াচের। যদিও এখন অ্যাপেল ওয়াচ থেকে অ্যালেক্সা ব্যাবহারের এই একটিই উপায় বাজারে রয়েছে।
এই সপ্তাহের শুরুতেই তাদের ডিভাইসে অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টান্ট আসার কথা জানিয়েছিল Xbox One। ইতিমধ্যেই এই ডিভাইসে কোর্টানা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন