দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 সেপ্টেম্বর 2025 13:37 IST
হাইলাইট
  • CMF-এর প্রথম ওভার-ইয়ার হেডফোন হল Headphone Pro
  • এটি একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক প্রদান করবে
  • হেডফোনে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল আছে

CMF Headphone Pro ডার্ক গ্রে, লাইট গ্রীন, ও লাইট গ্রে কালার অপশনে উপলব্ধ

Photo Credit: CMF

CMF তাদের প্রথম ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন, CMF Headphone Pro লঞ্চ করেছে। Nothing-এর সাব-ব্র্যান্ডটির নতুন ইয়ারফোনে স্টাইল এবং ফিচার্সের দুর্দান্ত সংমিশ্রণ রয়েছে। কালারফুল ও কাস্টমাইজেবল ডিজাইন এর অন্যতম ইউএসপি। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো-কমানো, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) চালু ও বন্ধ, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে। CMF Headphone Pro মডেলটি 40 ডেসিবেল পর্যন্ত ANC এবং LDAC কোডেক সহ হাই রেজোলিউশন অডিও সমর্থন করে। এটি একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক এবং 50 ঘন্টা পর্যন্ত টকটাইম প্রদান করবে বলে দাবি করেছে সিএমএফ।

CMF Headphone Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

সিএমএফ হেডফোন প্রো 40 মিমি ড্রাইভার দিয়ে সজ্জিত এবং এতে নিকেল-প্লেটেড ডায়াফ্রাম রয়েছে যা শব্দের বিকৃতি কমিয়ে স্পষ্টতা আরও বৃদ্ধি করে। ইয়ারফোনটির অভ্যন্তরে 16.5 মিমি কপার ভয়েস কয়েল, প্রিসিশন বেস ডাক্ট এবং ডুয়াল-চেম্বার ডিজাইন বর্তমান। হেডফোনের একদিকে একটি গোল পাওয়ার/ব্লুটুথ বোতাম রয়েছে। আবার অন্যদিকে একটি অ্যাকশন বোতাম আছে যা নাথিং এক্স অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যবহারের জন্য প্রোগ্রাম করা যেতে পারে।

অধিকাংশ আধুনিক হেডফোনে টাচ কন্ট্রোল থাকলেও, CMF Headphone Pro ফিজিক্যাল বাটনের সঙ্গে এসেছে। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়াও, এই নতুন ইয়ারফোনে এনার্জি স্লাইডার নামে একটি ইউনিক ফিচার আছে। এর মাধ্যমে গান বা ট্র্যাক অনুযায়ী নিজের মতো করে বেস ও ট্রেবেলের স্তর ঠিক করা যাবে।

Nothing X অ্যাপ ব্যবহার করে CMF Headphone Pro-এর কন্ট্রোলারগুলি কাস্টমাইজের সুবিধা পাওয়া যাবে। এটি 40 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। হাইব্রিড ANC ফিচার পরিধানকারীদের তিনটি স্তরের শব্দ নিয়ন্ত্রণ মোড বেছে নিতে দেয়। হেডফোনের কুশনও বদলানোর সুবিধা দিচ্ছে কোম্পানি। গ্রাহকরা তাদের পছন্দমতো দু'টি রঙ বেছে নিতে পারবে।

CMF Headphone Pro একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক এবং 50 ঘন্টা টকটাইম প্রদান করে। ANC অন করলে ব্যাকআপ 50 ঘন্টায় নেমে আসে। এটি ইউএসবি টাইপ-সি চার্জারের মাধ্যমে চার্জ হবে। পাঁচ মিনিটের ফাস্ট চার্জে পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে বলে দাবি করছে সিএমএফ। সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে।

CMF Headphone Pro দাম

CMF Headphone Pro-এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে 99 ডলার রাখা হয়েছে (প্রায় 8,000 টাকা)। ইউরোপ ও যুক্তরাজ্যে দাম যথাক্রমে 99 ইউরো (প্রায় 10,000 টাকা) এবং 79 ব্রিটিশ পাউন্ড (প্রায় 9,420 টাকা)  হেডফোনটি ডার্ক গ্রে, লাইট গ্রীন, ও লাইট গ্রে কালার অপশনে পাওয়া যাবে। এটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Colour Light Green
Headphone Type Over-Ear
Microphone Yes
Connectivity Wireless
Type Headphones
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  2. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  3. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  4. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  5. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  6. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  7. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  8. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  9. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  10. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.