CMF Headphone Pro: চাকা ঘুরিয়ে শব্দ নিয়ন্ত্রণ! পুজোয় আসছে অভিনব হেডফোন

CMF Headphone Pro অরেঞ্জ ও ব্লু কালার অপশনে আসবে।

CMF Headphone Pro: চাকা ঘুরিয়ে শব্দ নিয়ন্ত্রণ! পুজোয় আসছে অভিনব হেডফোন

Photo Credit: CMF by Nothing

CMF Headphone Pro নীল ও কমলা রঙে উপলব্ধ হবে

হাইলাইট
  • CMF Headphone Pro দু'টি রঙে আসবে
  • এটি সংস্থার প্রথম ওভার-ইয়ার হেডফোন
  • হেডফোনটিতে চাকার মতো দেখতে একটি স্ক্রোল হুইল আছে
বিজ্ঞাপন

CMF Headphone Pro ভারতে সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে। Nothing এর সাব-ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়াতে একটি টিজার ভিডিয়ো পোস্টের মাধ্যমে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সিএমএফ এর আগে বাজারে TWS ইয়ারবাডস এনেছে। কিন্তু এটাই তাদের প্রথম ওভার-ইয়ার হেডফোন৷ অর্থাৎ, যে হেডফোন কানের চারপাশ পুরোটা ঢেকে রাখে। নাথিং তাদের অভিনব ডিজাইনের জন্য পরিচিত। আপকামিং ইয়ারফোনটির ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। এটি নীল এবং কমলা রঙে আসবে। কোম্পানি 'রিমিক্স এভরিথিং" ট্যাগলাইন ব্যবহার করে CMF Headphone Pro প্রচার করছে। টিজার ভিডিও অনুসারে, এতে ভলিউম বাড়ানো ও কমানোর জন্য চাকার মতো সুইচ থাকবে। এই ফিচার বেশ অভিনব বলা চলে।

CMF Headphone Pro সেপ্টেম্বর 29 ভারতে লঞ্চ হবে

সিএমএফ X (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, তাদের পরবর্তী অডিও ডিভাইস, CMF Headphone Pro সেপ্টেম্বর 29 ভারতে আত্মপ্রকাশ করবে। কোম্পানি ইয়ারফোনটির নকশা এবং রঙের বিকল্পগুলোও প্রকাশ করেছে। এটি অরেঞ্জ ও ব্লু কালার অপশনে আসবে। টিজার ভিডিও দেখে অনুমান, এতে ফোম ইয়ারকাপ আছে, যার ভিতরের জালে 'বাম' এবং 'ডান' চিহ্ন দৃশ্যমান। আর বাইরে 'সিএমএফ বাই নাথিং' লোগো রয়েছে।

টিজার সিএমএফ হেডফোন প্রো ডিভাইসের ডিজাইনের আভাসও দেয়। এতে চাকার মতো দেখতে একটি স্ক্রোল হুইল দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো এবং কমানো যেতে পারে। ডানদিকে একটি পাওয়ার বোতাম দৃশ্যমান। পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, যা ইঙ্গিত দেয় যে এটি ওয়্যারলেস হেডফোন হবে। এর পাশে একটি USB টাইপ-সি চার্জিং পোর্ট ও একটি LED পাওয়ার ইন্ডিকেটর লাইট রয়েছে।

CMF Headphone Pro অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এটি বাইরের আওয়াজ নির্দিষ্ট ডেসিবেল পর্যন্ত ব্লক করতে সক্ষম। ফিচারটি ডেডিকেটেড সুইচের মাধ্যমে চালু বা বন্ধ করা যেতে পারে। এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই সম্ভাব্য দাম থেকে শুরু করে আরও ডিটেলস প্রকাশ হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, নাথিং আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত Nothing OS 4.0 লঞ্চ করেছে। এই নতুন মোবাইল অপারেটিং সিস্টেমের লক্ষ্য হল, ব্যবহারকারীদের আরও মসৃণ এবং স্বজ্ঞাত অভিজ্ঞতা প্রদান করা। সফটওয়্যারে একটি নতুন ডিজাইন করা লক স্ক্রিন এবং একটি নতুন এআই ইউজ ড্যাশবোর্ড আছে। এই নতুন আপডেটকে পুরো ইন্টারফেস জুড়ে "আরও তীক্ষ্ণ, আরও চিন্তাশীল নকশা" তৈরির দিকে একটি পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  2. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  3. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  4. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  5. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
  6. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  7. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
  8. BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!
  9. Lava Bold N1 Lite: মাত্র 5,698 টাকায় বাজারে ঝড় তুলতে হাজির দুর্দান্ত ভারতীয় স্মার্টফোন
  10. Amazon-এর নতুন ফিচারে বদলে গেল অনলাইন শপিং, চিন্তামুক্ত হবে ক্রেতারা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »