CMF Headphone Pro অরেঞ্জ ও ব্লু কালার অপশনে আসবে।
Photo Credit: CMF by Nothing
CMF Headphone Pro নীল ও কমলা রঙে উপলব্ধ হবে
CMF Headphone Pro ভারতে সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে। Nothing এর সাব-ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়াতে একটি টিজার ভিডিয়ো পোস্টের মাধ্যমে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সিএমএফ এর আগে বাজারে TWS ইয়ারবাডস এনেছে। কিন্তু এটাই তাদের প্রথম ওভার-ইয়ার হেডফোন৷ অর্থাৎ, যে হেডফোন কানের চারপাশ পুরোটা ঢেকে রাখে। নাথিং তাদের অভিনব ডিজাইনের জন্য পরিচিত। আপকামিং ইয়ারফোনটির ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। এটি নীল এবং কমলা রঙে আসবে। কোম্পানি 'রিমিক্স এভরিথিং" ট্যাগলাইন ব্যবহার করে CMF Headphone Pro প্রচার করছে। টিজার ভিডিও অনুসারে, এতে ভলিউম বাড়ানো ও কমানোর জন্য চাকার মতো সুইচ থাকবে। এই ফিচার বেশ অভিনব বলা চলে।
সিএমএফ X (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, তাদের পরবর্তী অডিও ডিভাইস, CMF Headphone Pro সেপ্টেম্বর 29 ভারতে আত্মপ্রকাশ করবে। কোম্পানি ইয়ারফোনটির নকশা এবং রঙের বিকল্পগুলোও প্রকাশ করেছে। এটি অরেঞ্জ ও ব্লু কালার অপশনে আসবে। টিজার ভিডিও দেখে অনুমান, এতে ফোম ইয়ারকাপ আছে, যার ভিতরের জালে 'বাম' এবং 'ডান' চিহ্ন দৃশ্যমান। আর বাইরে 'সিএমএফ বাই নাথিং' লোগো রয়েছে।
টিজার সিএমএফ হেডফোন প্রো ডিভাইসের ডিজাইনের আভাসও দেয়। এতে চাকার মতো দেখতে একটি স্ক্রোল হুইল দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো এবং কমানো যেতে পারে। ডানদিকে একটি পাওয়ার বোতাম দৃশ্যমান। পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, যা ইঙ্গিত দেয় যে এটি ওয়্যারলেস হেডফোন হবে। এর পাশে একটি USB টাইপ-সি চার্জিং পোর্ট ও একটি LED পাওয়ার ইন্ডিকেটর লাইট রয়েছে।
CMF Headphone Pro অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এটি বাইরের আওয়াজ নির্দিষ্ট ডেসিবেল পর্যন্ত ব্লক করতে সক্ষম। ফিচারটি ডেডিকেটেড সুইচের মাধ্যমে চালু বা বন্ধ করা যেতে পারে। এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই সম্ভাব্য দাম থেকে শুরু করে আরও ডিটেলস প্রকাশ হবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, নাথিং আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত Nothing OS 4.0 লঞ্চ করেছে। এই নতুন মোবাইল অপারেটিং সিস্টেমের লক্ষ্য হল, ব্যবহারকারীদের আরও মসৃণ এবং স্বজ্ঞাত অভিজ্ঞতা প্রদান করা। সফটওয়্যারে একটি নতুন ডিজাইন করা লক স্ক্রিন এবং একটি নতুন এআই ইউজ ড্যাশবোর্ড আছে। এই নতুন আপডেটকে পুরো ইন্টারফেস জুড়ে "আরও তীক্ষ্ণ, আরও চিন্তাশীল নকশা" তৈরির দিকে একটি পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন