অনেক দিন ধরেই Realme -র স্মার্ট টিভি ঘিরে ইন্টারনেটে বিভিন্ন খবর সামনে আসছে। চলতি মাসেই দিনের আলো দেখতে পারে Realme TV। লঞ্চের দুই বছরের মধ্যেই ভারতে বেশ জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলি। এবার স্মার্ট টিভি লঞ্চ করে টেক দুনিয়ায় নতুন চমক দিতে চলেছে চিনের কোম্পানিটি। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় MWC 2020 অনুষ্ঠানের মঞ্চ থেকেই দিনের আলো দেখতে পারে Realme TV। সম্প্রতি কোম্পানির চিফ ম্যানেজিং অফিসারের টুইটে সেই ইঙ্গিত মিলেছে।
Realme-র চিফ মার্কেটিং অফিসার ফ্রান্সিস ওয়াং ট্যুইটারে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন MWC 2020 অনুষ্ঠানে টিভির দুনিয়ায় দুর্দান্ত কিছু হতে পারে।
চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল Poco X2; ফিচারগুলি দেখে নিন
2019 সাল থেকেই Realme TV লঞ্চ ঘিরে জল্পনা তুঙ্গে। এছাড়াও শীঘ্রই একটি ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। যদিও Realme TV -র স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি। স্মার্টফোনের মতোই স্মার্টটিভির দুনিয়ায় Xaiomi -কে টেক্কা দিতে তুলনামূলক কম দামে বাজারে আসতে পারে Realme TV।
বিগত কয়েক বছরে স্মার্টফোন বাজারে Xiaomi -র জনপ্রিয়তার থাবা বসিয়েছে Realme। একই পথে হেঁটে এবার স্মার্টটিভির বাজারে নিজেদের জমি খুঁজে পেতে চাইছে সেনঝেনের কোম্পানিটি।
15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন
24 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2020 (MWC 2020)। সেখানেই Samsung, Vivo সহ জনপ্রিয় সব স্মার্টফোন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করবে। এই অনুষ্ঠান থেকে কোম্পানির প্রথম স্মার্টটিভির ঘোষণা করতে পারে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন