ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic

Samsung পুরো Galaxy Watch 8 সিরিজে Exynos W1000 চিপ ব্যবহার করেছে।

ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic

Samsung Galaxy Watch 8 সিরিজে 3000 নিট পিক ব্রাইটনেস-সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে

হাইলাইট
  • Samsung Galaxy Watch 8 সিরিজে গোল AMOLED ডিসপ্লে রয়েছে
  • উভয় স্মার্টওয়াচে একাধিক ফিটনেস ও হেলথ ট্র্যাকিং ফিচার্স আছে
  • Galaxy Watch 8 Classic অ্যালুমিনিয়াম বিল্ড ও স্যাফিয়ার গ্লাসের আবরণ পেয়েছ
বিজ্ঞাপন

Samsung Galaxy Watch 8 ও Galaxy Watch 8 Ultra গতকাল গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে। ওই অনুষ্ঠানে স্মার্টওয়াচের সাথে Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7, ও Galaxy Z Flip 7 FE ফোল্ডেবল মডেলগুলিও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। নতুন স্মার্টওয়াচ দুটির ডায়াল গোল এবং এতে হাই-ব্রাইটনেস AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখন স্মার্টওয়াচ ব্যবহারের অন্যতম উদ্দেশ্য, শরীরের অন্দরমহলের হালহকিকত জানা। নতুন Samsung Galaxy Watch 8 সিরিজ ব্যবহারকারীর হৃৎস্পন্দনের ওঠানামা, রক্তচাপ মাপা থেকে শুরু করে, এমনকি ইলেক্ট্রোকার্ডিয়াম বা ইসিজি (ECG) করতে সক্ষম।

Samsung Galaxy Watch 8 ও Watch 8 Clasic স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy Watch 8 ও Watch 8 Classic উভয়ই একটি প্রিমিয়াম স্মার্টওয়াচ। আর সেই কারণে বাজারের আর পাঁচটি স্মার্টঘড়ির থেকে বেশি ফিচার্স অফার করে। শরীরের নির্ভুল তথ্য দেওয়ার জন্য, এতে অত্যাধুনিক সেন্সর রয়েছে। বায়োঅ্যাকটিভ সেন্সর, অপটিক্যাল বায়ো-সিগন্যাল সেন্সর, ইলেকট্রিক হার্ট সিগন্যাল এবং একটি বায়ো-ইলেকট্রিকাল ইম্পিডেন্স অ্যানালাইজ সেন্সর একত্রিত হয়ে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য জানাবে।

এছাড়াও, অ্যাক্সিলোমিটার, জিওম্যাগনেটিক সেন্সর, ব্যারোমিটার, জাইরো সেন্সর, টেম্পারেচার সেন্সর, এবং লাইট রয়েছে। Watch 8 Classic ভেরিয়েন্টে একটি 3D হল সেন্সর উপলব্ধ। স্মার্টওয়াচগুলি হার্ট রেট মনিটরিং, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) ট্র্যাকিং, ব্লড প্রেশার মনিটরিং, স্লিপ অ্যানালাইসিস, স্ট্রেস মনিটরিং-সহ বিভিন্ন ফিটনেস এবং হেলথ ট্র্যাকিং ফিচার্সের সাথে এসেছে। পাশাপাশি, স্মার্টওয়াচটিতে বডি কম্পোজিশন অর্থাৎ শরীরে চর্বি, পেশী, হাড়, ও জলের অনুপাত মাপা যায়। ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সঠিক বডি কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 8 সিরিজে 3000 নিট পিক ব্রাইটনেস-সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। গ্যালাক্সি ওয়াচ 8 এর 40 মিমি ডায়াল ভেরিয়েন্টে 1.34 ইঞ্চি স্ক্রিন রয়েছে, যেখানে 44 মিমি মডেলটিতে 1.47 ইঞ্চি ডিসপ্লে আছে। উভয় ভেরিয়েন্টে স্যাফিয়ার গ্লাস কোটিং ও স্টেইনলেস স্টিল কেসিং আছে। অন্যদিকে, গ্যালাক্সি ওয়াচ 8 ক্লাসিকে 1.34 ইঞ্চি ডিসপ্লে (46 মিমি ডায়াল) বর্তমান। এটি অ্যালুমিনিয়াম বিল্ড ও স্যাফিয়ার গ্লাসের আবরণ পেয়েছে।

Samsung পুরো Galaxy Watch 8 সিরিজে Exynos W1000 চিপ ব্যবহার করেছে। Watch 8 ভেরিয়েন্টে 2 জিবি র‍্যাম এবং 32 জিবি স্টোরেজ রয়েছে। Watch 8 Classic মডেলটিতেও সমপরিমাণ র‍্যাম উপলব্ধ। ক্লাসিক ওয়াচে দ্রুত অ্যাপ খোলার জন্য একটি কুইক বোতাম রয়েছে। আবার এটির ডায়াল ঘুরিয়ে ইউজার ইন্টারফেস নেভিগেট করা যাবে। প্রতিটি স্মার্টওয়াচে মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি ও IP68 রেটিং আছে।

ভারতে Samsung Galaxy Watch 8 ও Watch 8 Clasic এর দাম

ব্লুটুথ ও LTE ভেরিয়েন্ট অনুযায়ী, ভারতে Samsung Galaxy Watch 8 এর দাম 32,999 টাকা থেকে শুরু হয়ে 39,999 টাকা পর্যন্ত গিয়েছে। গ্রাফাইট ও সিলভার কালারে পাওয়া যাবে। অন্যদিকে, Galaxy Watch 8 Classic এর দাম শুরু 36,999 টাকা থেকে। এটি কালো এবং সাদা রঙে কেনা যাবে। বিক্রি 25 জুলাই থেকে শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  2. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
  3. কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
  4. Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা
  5. Lenovo Yoga Tab Plus ভারতে 16GB র‍্যাম, 12 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল
  7. ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic
  8. ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
  9. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »