WhatsApp এর মালিক কে? এই বিষয়ে কোন ধারনা নেই 50 শতাংশ মার্কিন নাগরিকের। সম্প্রতি এক সমীক্ষায় জনপ্রিয় সার্চ ইঞ্জিন DuckDuckGo জানিয়েছে 50.42 শতাংশ নাগরিক জানেন না যে WhatsApp এর মালিক Facebook।
“আমরা কোন নিয়ম ছাড়া 1297 জন মার্কিন নাগরিককে এই সমীক্ষায় অংশ নিতে বলেছিলাম। এর মধ্যে অর্ধেক নাগরিক WhatsApp মালিক কে সেই প্রশ্নের উত্তর জানেন না।” চলে জানিয়েছে DuckDuckGo।
এছাড়াও 60 শতাংশ মার্কিন নাগরিক জানেন না যে জনপ্রিয় GPS নেভিগেশান অ্যাপ Waze এর মালিক Google। “অর্থাৎ অর্ধেকের বেশি মার্কিন নাগরিক জানেন না যে WhatsApp বা Waze ব্যবহারের সময় নিজেদের ব্যক্তিগত তথ্য Facebook বা Google এর হাতে তুলে দিচ্ছেন।” বলে এই সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।
সম্প্রতি অনলাইনে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত মার্কিন নাগরিকরা। তবে এই অজ্ঞতা চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। এর ফলে না জেনেই নিজেদের সব ব্যক্তিগত তথ্য Facebook ও Google এর হাতে তুলে দিচ্ছেন অর্ধেকের বেশি মার্কিন নাগরিক।
আগে এক সমীক্ষায় DuckDuckGo জানিয়েছিল 56.9 শতাংশ মার্কিন নাগরিক জানেন না যে Instagram এর মালিক Facebook আর Youtube এর মালিক Google।
প্রসঙ্গত 2014 সালে 19 বিলিয়ান মার্কিন ডলার দিয়ে WhatsAppকিনে নিয়েছিল Facebook।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন