WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ

অনলাইন ডেটিং-এর ফাঁদে পড়ে WhatsApp-এ 32 লক্ষ টাকার বেশি হারিয়েছেন বেঙ্গালুরুর 63 বছরের এক ব্যক্তি।

WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ

Photo Credit: Unsplash/Mariia Shalabaieva

Bengaluru Man Lost Rs 32 Lakh in Online Dating Scam

হাইলাইট
  • এলিট ডেটিং সার্ভিস কোম্পানি থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়
  • প্রথমে 1,950 টাকা রেজিস্ট্রেশন ফি চাওয়া হয়
  • মহিলার সঙ্গে দেখা করার কথা বললে অতিরিক্ত পেমেন্টের দাবি করা হয়
বিজ্ঞাপন

বৃদ্ধ বয়সে এসে হৃদয় তো ভাঙল, সেই সঙ্গে খোয়া গেল সারা জীবনের সঞ্চয়। বেঙ্গালুরুর এক নতুন জালিয়াতির ঘটনায় ফের সাইবার অপরাধীদের নিত্যনতুন কৌশল অবলম্বন করে লোক ঠকানোর ইঙ্গিত পাওয়া গেল। ডিজিটাল গ্রেফতারি নিয়ে সবাই সচেতন হওয়ার ফলে, এখন প্রতারকদের নতুন হাতিয়ার হয়ে উঠেছে অনলাইন রোমান্স। সম্প্রতি তেমনই একটি ঘটনায় 'হাই-সোসাইটি ডেটিং'-এর প্রলোভনে পড়ে WhatsApp-এ 32 লক্ষ টাকার বেশি হারিয়েছেন বেঙ্গালুরু শহরের 63 বছরের এক ব্যক্তি। চলুন জেনে নিই ঠিক কী ঘটেছে ও আপনি কীভাবে এই ধরনের স্ক্যাম থেকে সুরক্ষিত থাকবেন।

32 লক্ষ টাকার প্রতারণা কীভাবে ঘটল

রিপোর্ট অনুযায়ী, নিজেকে একটি 'এলিট ডেটিং সার্ভিস' কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে একজন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে৷। তাঁকে টোপ দিয়ে বলা হয়, তিনি হাই-সোসাইটি মহিলাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। এর জন্য প্রথমে 1,950 টাকা রেজিস্ট্রেশন ফি চাওয়া হয়। তারপর বৃদ্ধকে তিন মহিলার ছবি পাঠিয়ে একজনকে বেছে নিতে বলা হয়। বার্ধক্যে সতেজ প্রেমের গন্ধ পেয়ে ওই ব্যক্তি রিতিকা নামের এক মহিলাকে পছন্দ করেন।

তারপর ওই ব্যক্তিকে মহিলার হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া হয়। তিনিও কথা বলতে শুরু করেন। সময় যত এগোয় আলাপচারিতা আরও গভীর হতে থাকে। বৃদ্ধ অনুভব করেন অনলাইনে এমন আন্তরিকতা ও ভালবাসা পেলে, বাস্তবে কেমন হবে। ফলে তিনি রিতিকার সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। প্রতারকরা ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিল৷ এখান থেকেই তাদের খেলা শুরু।

যিনি প্রথম যোগাযোগ করে দিয়েছিলেন, সেই ব্যক্তি বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা চাইতে শুরু করে। মেম্বারশিপ আপগ্রেড, ভ্রমণ খরচ, ইত্যাদির নাম করে একের পর এক পেমেন্টের দাবি করা হয়। মহিলার প্রেমে অন্ধ হয়ে বৃদ্ধও টাকার পর টাকা দিতে থাকেন। কয়েক সপ্তাহ ধরে করা সেই পেমেন্টের অঙ্ক দাঁড়ায় প্রায় 32.2 লাখে।

যখন তিনি অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন, তখন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। ঠিক তখনই ব্যক্তি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার। এরপর তিনি স্থানীয় থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। সাইবারক্রাইম দপ্তরের কর্তারা জানাচ্ছেন, প্রতারিতদের মধ্যে অনেকেই লজ্জা ও সম্মানহানির ভয়ে অভিযোগ জানাতে চান না। ফলে প্রতারকরা নতুন শিকার খুঁজতে উৎসাহ পাচ্ছে।

আপনি কীভাবে সুরক্ষিত থাকবেন?

1. হোয়াটসঅ্যাপে অপরিচিত কেউ মেসেজ করলে তার পরিচয় আগে যাচাই করুন।
2. যাকে এখনও সামনা সামনি দেখেননি, তাকে বিশ্বাস করে টাকা পাঠাবেন না।
3. ব্যক্তিগত, আর্থিক তথ্য, বা OTP অনলাইনে কারোর সঙ্গে শেয়ার করবেন না।
4. অচেনা নম্বর থেকে ভিডিও কল রিসিভ করবেন না।
5. সন্দেহজনক কিছু বুঝলে পরিবারকে জানান ও পুলিশে অভিযোগ করুন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  2. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
  3. Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?
  4. OnePlus 15T: ফের চমক ওয়ানপ্লাসের, আসছে 7,500mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের দুর্দান্ত ফোন
  5. Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম
  6. Motorola Signature স্মার্টফোন অনবদ্য ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 2033 সাল পর্যন্ত Android আপডেট পাবে
  7. iQOO Z11 Turbo: iQOO-এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন 15 জানুয়ারি লঞ্চ হচ্ছে, ফিচার্স পাগলা করবে
  8. Motorola Razr Fold: মোটোরোলা পাঁচটি ক্যামেরার সাথে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আনল
  9. Amazon-এর ধামাকা অফার, 43,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ডুয়াল স্ক্রিনের Samsung ফোন
  10. Vivo বছরের শুরুতেই দু'টি নতুন ফোন লঞ্চ করল, 6,000mAh ব্যাটারি ও 12GB RAM রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »