আপনি ফেসবুকে কাউকে অ্যাড করলেই আপনার মেসেঞ্জারে প্রত্যেকবার ‘You Are Now Connected On Messenger’ নামে একটি বিরক্তিকর মেসেজ আসে। ফেসবুক জানিয়েছেন যে সব গ্রাহকরা কখনই এই ফিচার খুলে সাথে সাথে চ্যাট করা শুরু করেন না তাদের কাছে এই শিঘ্রই এই নোটিকিকেশান পাঠানো বন্ধ করে দেওয়া হবে।
ফেসবুক এটা বুঝতে পেরেছে কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করেই তাঁর সাথে কথা বলা শুরু করাটা বভেশিরভার সময় বড্ড অস্বস্তিকর। টেকক্রাঞ্চে এক রিপোর্টে জানানো হয়েছে এই ফিচারকে আরও উন্নত করার কাজ করছে সোশাল মিডিয়া কোম্পানিটি।
ফেসবুকের এক মুখপাত্র টেকক্রাঞ্চ কে বলেন, “ফেসবুকে নতুন বন্ধুর সাথে এই মেসেজিং এর নোটিফিকেশান অনেক গ্রাহকই পছন্দ করেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে যে সব গ্রাহকরা এই ফিচার কম প্প করেন তাদের কাছে কম পরিমানে এই নোওইকেশান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সব গ্রাহকের মতামতকে সম্মান করি। আর তাই আপনার যদি কোন মতামত থাকে আমাদের জানাতে পারেন। আপনার মতামত আমাদের প্রোডাক্টকে আরও উন্নত করতে সাহায্য করবে।”
মেশিন লার্নিং ব্যাবহার করে যে সব গ্রাহকরা এই ফিচার কম ব্যাবহার করেন বা অতীতে কমক ব্যাবহার করেছেন তাদের কাছে নোটিফিকেশান পাঠানো কমিয়ে দেবে ফেসবুক।
এছাড়াও ফেসবুক স্বীকার করেছে প্রায় 14 মিলিয়ান গ্রাহকের প্রাইভেট পোস্ট পাবলিক হয়ে গিয়েছে। নিজেদের সফটওয়ারে গলদের জন্যই এই ভুল হয়েছে বলেই ফেসবুক স্বীকার করছে।
সম্প্রতি ডাটা শেয়ারিং এর বিতর্কে জর্জরিত এই মার্কিন সোশাল মিডিয়া কোম্পানিটি। আর সেই সময়েই মেসেঞ্জারে এই আপডেটের কথা ঘোষনা করল কোম্পানিটি। প্রসঙ্গত কয়েক কোটি গ্রাহকের ব্যাক্তিগত ডাটা 60 টি ফোন প্রস্তুকারী সংস্থার সাথে শেয়ার করেছে ফেসবুক। 2007 সাল থেকে এই ডাটা শেয়ারিং এই কাজ করছে ফেসবুক। সম্প্রতি নিউ ইউঈক টাইমসে এক রিপোর্টে এই মারাত্মক অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।
ফেসবুকের চিফ প্রাইভেসি অফিসার এরিন ইগান বলেন, “একটি সফটওয়ারে সমস্যার জন্য গ্রাহকদের প্রাইভেট পোস্ট পাবলিক হয়ে যাচ্ছে।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন