সম্প্রতি Facebook Messenger Lite অ্যাপে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। এবার Facebook এর হালকা মেসেজিং অ্যাপ থেকে অ্যানিমেটেড GIF পাঠানো যাবে। এতদিন শুধুমাত্র Facebook Messenger অ্যাপ থেকেই এই ফিচার ব্যবহার করা যেত। এছাড়াও Facebook Messenger অ্যাপের সব কাস্টোমাইজেশান অপশান পৌঁছেছে Facebook Messenger Lite অ্যাপে।
অনেকদিন ধরেই Facebook Messenger Lite অ্যাপে GIF পাওয়া গেলেও তা অ্যানিমেটেড হতো না। এবার Facebook Messenger Lite গ্রাহকরা অ্যাপ থেকে অ্যানিমেটেড GIF পাঠাতে পারবেন।
এর সাথেই এবার থেকে Facebook Messenger Lite অ্যাপে চ্যাটের মধ্যে রঙ ও ইমোজি বদল সহ Facebook Messenger অ্যাপের সব কাস্টোমাইজেশান করা যাবে।
সারা বিশ্বের 100 র বেশি দেশে Facebook Messenger Lite অ্যাপ ব্যবহার করা যায়। নতুন ফিচার যোগ হলেও আগের মতোই 10MB এর থেকে ছোট সাইজে ডাউনলোড করা যাবে এই লাইট অ্যাপ। সম্প্রতি Facebook Messenger Lite অ্যাপে যোগ হয়েছিল গ্রুপ ভিডিও কলের ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন