Google Chrome এ যোগ হবে দুটি নতুন ফিচার। নতুন এই ফিচারে ব্রউজিংএর সময় সহজে ট্যাব ম্যানেজ করা যাবে। সম্প্রতি অনলাইনে একাধিক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। শিঘ্রই Google Chrome এ আসতে চলেছে ট্যাব গ্রুপ আর স্ক্রলেবেল ট্যাব। ইতিমধ্যেই Mozilla Firefox এ এই দুটি ফিচার যোগ হয়েছে। তবে Google Chrome এর কোন ভার্সানে এই ফিচার যোগ হবে তা জানা যায়নি।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে অবশেষে Google Chrome এ ট্যাব গ্রুপ করার ফিচার যোগ হবে। তবে এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। গ্রুপের বিভিন্ন ট্যাব দেখেই গ্রাহকরা তা আলাদা করতে পারবেন। যদিও কিছু থার্ড পার্টি এক্সটেনশানের মাধ্যমে ইতিমধ্যেই Google Chrome ব্রাউজারে এই ফিচার ব্যবহার করা যায়।
এই ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কোন ধরনের ওয়েবসাইট ব্রাউজারে খোলা রয়েছে তার ভিত্তিতে বিভিন্ন ট্যাবকে গ্রুপে যোগ করা হবে।
এছাড়াও Google Chrome ব্রাউজারে স্ক্রল করে ট্যাব বদলের অপশান যোগ হতে পারে। সম্প্রতি এক Google Chrome ইঞ্জিনিয়ার এই ফিচারের কথা জানিয়েছিলেন। যদিও Shift আর Ctrl প্রেস করে ক্লিক করলে Google Chrome ব্রাউজারে একসাথে একাধিক ট্যাব সিলেক্ট করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন