Google Chrome এ অনেক ট্যাবে একসাথে কাজ করেন? পড়ুন এই খবর
Google Chrome ব্রাউজারে স্ক্রল করে ট্যাব বদলের অপশান যোগ হতে পারে। সম্প্রতি এক Google Chrome ইঞ্জিনিয়ার এই ফিচারের কথা জানিয়েছিলেন। যদিও Shift আর Ctrl প্রেস করে ক্লিক করলে Google Chrome ব্রাউজারে একসাথে একাধিক ট্যাব সিলেক্ট করা যায়।