Ulaa ব্রাউজার ইউজারদের গোপনীয়তা বৃদ্ধি, ব্রাউজিং স্পিড বৃদ্ধি, এবং ডেটার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে।
ওয়েব ব্রাউজারের যুদ্ধে গুগল ক্রোম বনাম জোহো উলা
আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে স্বদেশি প্রযুক্তির উপর জোর দিচ্ছে ভারত। সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে বানানো অ্যাপগুলির জনপ্রিয়তা বেড়েছে। এই উত্থানে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় সফটওয়্যার সংস্থা Zoho। তাদের মেসেজিং অ্যাপ Arattai রাতারাতি প্রচারের আলোয় উঠে এসেছে। এটি WhatsApp-এর বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, Zoho নিয়ে এসেছে Ulaa নামে একটি ওয়েব ব্রাউজার, যা ব্যবহারকারীর গোপনীয়তা বৃদ্ধি, ব্রাউজিং স্পিড বৃদ্ধি, এবং ডেটার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। এই Ulaa ব্রাউজারে এমন পাঁচটি ফিচার বা বাড়তি সুবিধা রয়েছে, যা একে Google Chrome-এর থেকে এগিয়ে রাখে।
ব্রাউজিং করার সময় স্ক্রিনে ঘনঘন বিজ্ঞাপন চলে আসা বিরক্তিকর ব্যাপার। এই সমস্যার সমাধানে জোহোর উলা ব্রাউজারে আগে থেকেই অ্যাড ব্লকার ইনস্টল করা থাকছে। বিজ্ঞাপন না থাকার কারণে কোনও ওয়েবসাইটে ঢুকলে ওয়েব প্রেজ দ্রুত খুলতে দেখা যাবে। গুগলের ক্রোম ব্রাউজারে বিজ্ঞাপন বন্ধ করার জন্য আলাদা এক্সটেনশন ডাউনলোড করতে হয়, সেখানে উলা ব্রাউজারে এই সুবিধা প্রথম থেকেই পাওয়া যাবে। এটি সাধারণ ব্রাউজারের তুলনায় 20 থেকে 30 শতাংশ দ্রুত গতিতে কাজ করবে।
ডিজিটাল যুগে নিজের ডেটা কতটা সুরক্ষিত ও খারাপ হাতে পড়লে কতটা ক্ষতিকর হতে পারে, তা ভাবলেই দুশ্চিন্তা গ্রাস করে। তবে জোহো জানিয়েছে, তারা ব্যবহারকারীর ডেটা সম্পূর্ণ প্রাইভেট রাখে। অর্থাৎ ডেটা ট্র্যাক করে না এবং কোনও তৃতীয় পক্ষকে বিক্রি করে না। এর ফলে সার্চের ইতিহাস, ক্লিক প্যাটার্ন, ও ওয়েবসাইটে প্রবেশ সংক্রান্ত তথ্য বাইরের কেউ জানতে পারবে না।
উলার একটি বড় সুবিধা হল, প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা মোডের ব্যবস্থা। ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে পার্সোনাল মোড। আবার কিডস মোডে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ব্লক থাকবে অর্থাৎ কোনওভাবেই খুলবে না। সফটওয়্যার ডেভেলপারদের জন্য ডেভেলপার মোড আছে, যা টেস্টিংয়ের জন্য বিভিন্ন টুলসের সুবিধা দেয়। ক্রোমেও প্রোফাইল সুইচ করা যায়, তবে উলার মতো কাস্টমাইজড মোড অনুপস্থিত।
ক্রোম যে বিপুল পরিমাণ মেমরি খরচ করে, তা আমাদের সকলের জানা। কিন্তু এর সম্পূর্ণ বিপরীতে উলা একদম হালকা৷ ব্রাউজারটি এমনভাবে কোড করা হয়েছে, যাতে ইউজারের সিস্টেমের সিপিইউ ও র্যাম কম প্রয়োজন পড়ে। এটি পুরনো বা কমদামি ল্যাপটপ, কম্পিউটারেও দুর্দান্ত রান করবে। ব্রাউজিং করার সময় যেমন হ্যাং করবে না, তেমনই দ্রুত লোড হবে।
উলা ব্রাউজারে বুকমার্ক ম্যানেজ থেকে ব্রাউজিং হিস্ট্রি দেখা, ট্যাব পাল্টানো, ওয়েবসাইট সেভ — সবকিছুই খুব সহজ। ক্রোমে বুকমার্ক বার জটিল মনে হলেও, জোহোর স্বদেশি ব্রাউজারে সবকিছু সহজবোধ্য ও সুন্দরভাবে গোছানো। সাধারণ ও পরিষ্কার ইন্টারফেস থাকার কারণে যে কোনও কাজ সহজে করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme P4x 5G Price in India Leaked Ahead of Launch on December 4