নতুন এই ট্যাবলেটের নাম হবে Pixel Slate। এই ট্যাবলেটে ডুয়াল বুটের মাধ্যমে Windows 10 ব্যবহার করা যাবে। একই সাথে Pixel Slate ট্যাবলেটে Chrome OS ও Windows 10 অপারেটিং সিস্টেম চলবে।
Photo Credit: AboutChromebooks
Chrome OS সহ প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে Google। নতুন এই ট্যাবলেটের নাম হবে Pixel Slate। এই ট্যাবলেটে ডুয়াল বুটের মাধ্যমে Windows 10 ব্যবহার করা যাবে। এক রিপোর্টে জানানো হয়েছে একই সাথে Pixel Slate ট্যাবলেটে Chrome OS ও Windows 10 অপারেটিং সিস্টেম চলবে।
একাধিক রিপোর্টে ইতিমধ্যেই জানা গিয়েছে নতুন Chrome OS ট্যাব্লেটের নাম হতে চলেছে Pixel Slate। গত সপ্তাহে Android Police এ এক রিপোর্টে প্রথম এই কথা জানা গিয়েছিল। একাধিক হার্ডওয়্যার ব্যবহার করে নতুন Pixel Slate ট্যাবলেটে Chrome OS এর সাথেই চলবে Windows 10 অপারেটিং সিস্টেম।
সম্প্রতি 9To5Google এ এক রিপোর্টে জানানো হয়েছিল এই ট্যাবলেটে Windows 10 অপারেটিং সিস্টেম চলবে। যদিও এই ট্যাবলেটে ডুয়াল বুটের কথা জানানো হয়নি এই রিপোর্টে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Great Republic Day Sale 2026: Acer, Dell, and Asus Laptops to Get Up to 45 Percent Discount