কিছু গ্রাহকের কাছে পৌঁছে গেল Google Map এর নতুন এই ফিচার

সম্প্রতি Google Map এ পরপর একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। নতুন এই ফিচারগুলির মধ্যে অন্যতম ‘For You’ ট্যাব। এই বছরের শেষে এই ফিচার যোগ হওয়ার কথা ছিল।

কিছু গ্রাহকের কাছে পৌঁছে গেল Google Map এর নতুন এই ফিচার

Photo Credit: Reddit/ ballinbeastauto

হাইলাইট
  • কিছু গ্রাহকের ফোনে 'For You' ট্যাব পৌঁছে গিয়েছে
  • একাধিক ফোনে ইতিমধ্যেই ‘For You’ ট্যাব ফিচার পৌঁছে গিয়েছে
  • গ্রাহকের সার্চ এর ইতিহাস দেখে নিজে থেকেই এই লিস্ট আপডেট হতে থাকবে
বিজ্ঞাপন

সম্প্রতি Google Map এ পরপর একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। নতুন এই ফিচারগুলির মধ্যে অন্যতম ‘For You’ ট্যাব। এই বছরের শেষে এই ফিচার যোগ হওয়ার কথা ছিল। নতুন এই ফিচারে আপনার পছন্দের জায়গায় সব ট্রেন্ডিং জায়গার হদিশ গিয়ে দেবে। ধরুন আপনি পরিবার নিয়ে বাইয়ে খেতে যেতে চান। নতুন এই ফিচারে আপনাকে জানিয়ে দেবে কোন রেস্টুরেন্ট গুলিতে এখন বেশি মানুষ যাচ্ছেন, বা নতুন খোলা সব রেস্টুরেন্টের হদিশ দেবে এই ফিচার। ভাগ্যবান কিছু Google Map গ্রাহকের কাছে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।

 

রেডিটের এক ব্যবহারকারী জানিয়েছেন তার ফোনে ইতিমধ্যেই এই ‘For You’ ট্যাব চলে এসেছে। তিনি জানিয়েছেন এই ফিচার এখনো ঠিক ‘আসম্পূর্ণ’ভাবে কাজ করছে। তিনি লিখেছেন, “এই ফিচারের মাধ্যমে আপনি কোন প্রতিব্দন থেকে সরাসরি সেই জায়গার নেভিগেশান খুলে ফেলতে পারবেন। কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকবার অ্যাপ ক্র্যাশ করে যাচ্ছে।”

 

অ্যানড্রয়েড পুলিশ এ এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক ফোনে ইতিমধ্যেই ‘For You’ ট্যাব ফিচার পৌঁছে গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে গ্রাহকের সার্চ এর ইতিহাস দেখে নিজে থেকেই এই লিস্ট আপডেট হতে থাকবে। এর সাথেই জানানো হয়েছে নতুন এই ট্যাবে থাকবে “আধুনিক লুক”। গুগলের মেটিরিয়াল থিম ব্যবহার করে এই ট্যাব ডিজাইন করা হয়েছে। এই ট্যাবের প্রধান আকর্ষণ “সপ্তাহের আকর্ষনীয় জায়গা”। এর সাথেই গ্রাহকরা কোথায় যেতে চান্ম তার একটি তালিকা তৈরী করতে পারবেন।

 

মনে করা হচ্ছে ‘For You’ ট্যাব Google Map অ্যাপ এ আসতে অনেকটা সময় লেগে যাবে। আর তাই ফাইনাল রিলিজের সব ফিচার হয়তো এখনো এসে পৌঁছায়নি।

 

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
  2. OnePlus Ace 6T হবে দুনিয়ার সর্বপ্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত ফোন, থাকবে 8,000mAh ব্যাটারি
  3. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে আসছে
  4. iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. ভারতে লঞ্চের আগেই Oppo এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ফাঁস হল
  6. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  7. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  8. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  9. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  10. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »