ভারতবাসীর ফোনে সবথেকে জনপ্রিয় ‘ওভার দ্য টপ’ বিনোদন অ্যাপ Hotstar। 49 শতাংশ গ্রাহক নিজের ফোনে এই বিনোদনের জন্য এই অ্যাপ ডাউনলোড করেছেন।
বিনোদনের জন্য 79 শতাংশ ভারতবাসী নিজের ফোনে আলাদা অ্যাপ ডাউনলোড করেন। অর্থাৎ প্রত্যেক চার ভারতবাসীর মধ্যে তিনজন বিনোদনের জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করেন। বৃহস্পরিবার প্রকাশিত এক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।
ভারতবাসীর ফোনে সবথেকে জনপ্রিয় ‘ওভার দ্য টপ' বিনোদন অ্যাপ Hotstar। 49 শতাংশ গ্রাহক নিজের ফোনে এই বিনোদনের জন্য এই অ্যাপ ডাউনলোড করেছেন।
“গত কয়েক বছর ধরেই ভারতে এই ধরনের বিনোদন অ্যাপ গুলির সাথে হাত মিলিয়ে প্ল্যান নিয়ে আসছে টেলিকম সংস্থা ও স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি। এর পরেই ভারতে ‘ওভার দ্য টপ' বিনোদন অ্যাপ এর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।” techARC প্রকাশিত রিপোর্টে এই কথা জানানো হয়েছে।
“নিঃসন্দেহে ভারতে কম দামে 4G পরিষেবা এই ধরনের অ্যাপগুলিকে জনপ্রিয় করেছে। এছাড়াও নতুন স্মার্টফোনের ফুল স্ক্রিনে ভিশিও দেখার অভিজ্ঞতা, দুর্দান্ত ব্যাটারি আর স্টেরিও সাউন্ড এই অ্যাপগুলিকে জনপ্রিয় করতে সাহায্য করেছে।” জানিয়েছেন techARC এর প্রতিষ্ঠাতা ফৈসাল কাউসা।
ক্রিকেট খেলার জন্য ভারতে Hotstar এই বিপুল পরিমান জনপ্রিয়তা পেয়েছে।
ভারতে Netflix এর থেকে বেশি মানুষের ফোনে Amazon Prime Video অ্যাপ ইন্সটল রয়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। গোটা দেশে 15 শতাংশ স্মার্টফোন গ্রাহকের ফোনে Amazon Prime আর 13 শতাংশ স্মার্টফোন গ্রাহকের ফোনে Netflix ইনস্টল রয়েছে।
কিছু স্মার্টফোন প্রস্তুওকারী সংস্থার সাথে হাত মিলিয়ে ফোন বিক্রি করার সময় Amazon Shopping আর Amazon Prime Video -এর মতো অ্যাপগুলি ইনস্টল করে দেয় মার্কিন ই-কমার্স কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?