ভারতে অনলাইন স্টিমিং সার্ভিসে প্রতিযোগিতা বেড়ে উঠেছে। Hotstar, Netflix, Amazon Prime Video র মতো সার্ভিসগুলি ভারতবাসীর কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আর সম্প্রতি নিজেদের ইন্টারফেসের ডিজাইন ঢেলে সাজিয়েছে Hotstar।
Hotstar ইন্টারফেসের নতুন এই ডিজাইন অনেকটাই Netflix এর ইন্টারফেসের মতো দেখতে। Amazon Fire TV Stick এ প্রথম Hotstarএর এই ইন্টারফেস দেখা গিয়েছে। নতুন এই ডিজাইনে যে কোন টিভি শো এর সব এপিসোড এক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও একই জায়গাতে যে কোন টিভি সিরিজের সবকটি সিজনও খুঁজে পাওয়া যাবে। এই সব ফিচার আগেই Netflix এর ইউজাররা ব্যবহার করতে পারতেন।
এছাড়াও Amazon Fire TV Stick এ Hotstar ওপেন করে যে কোন শো সিলেক্ট করলে ক্যাটালগ থেকে যে কোন শো সিলেক্ট করা যাবে। এই প্রিভিউ স্ক্রিনের বাঁ দিকে শো সম্পর্কে কিছু কথা লেখা থাকবে। এছাড়াও সেই সিরিজের লেটেস্ট এপিসোড দেখার অপশান পাওয়া যাবে। এই স্ক্রিনের ডান দিকে টিভি শো এর পোস্টার দেখা যাবে। প্রসঙ্গত Netflix এ ইতিমধ্যেই এই ফিচার দেখা যায়।
উপরের ছবি থেকেই পরিষ্কার Hotstar এর নতুন এই ইন্টারফেস Netflix
এর ইন্টারফেসের সাথে হুবহু মিলে যাচ্ছে। শো প্রিভিউ স্ক্রিন ছাড়াও Hotstar এর নতুন ইন্টারফেসে এপিসোড লিস্টিং পেজটিও হুবহু Netflix এর এপিসোড লিস্টিং পেজের মতোই দেখতে।
যদিও এই ইন্টারফেস আপাতত শুধুমাত্র Amazon Fire TV Stick ডিভাইসেই পাওয়া যাচ্ছে। তবে এই ইন্টারফেস অন্যান্য প্ল্যাটফর্মেও লঞ্চ হবে কী না সেই বিষনে কোন তথ্য জানায়নি Hotstar।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন