প্রযুক্তি ব্যবহার করে আরও সুরক্ষিত হল Ola। সম্প্রতি Ola Guardian নামে এক পরিষেবা শুরু করেছে Ola । এই পরিষেবায় রিয়েল- টাইম সেই লোকেশান ট্রাকিং করবে Ola। নতুন আপাতত শুধুমাত্র বেঙ্গালুরু ও পুনে শহরে পরীক্ষামূলকভাবে এই ফিচার শুরু হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে Ola।
আর্টিফিশিয়াল অন্টিলিজেন্স ও মেশিন লার্নিং এরত মাধ্যমে কাজ করবে নতুন এই ফিচার। আপাতত বেঙ্গালুরু ও পুনে শহরে এই ফিচার শুরু হলেও পুজোর পরেই দিল্লি ও কলকাতায় এই ফিচার নিয়ে আসতে চলেছে Ola। 2018 সালের শেষে আরও একাধিক শহরের Ola গ্রাহক এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন।
Ola Guardian প্রোজেক্টের অধীনে যে কোন সময় সব ট্রিপ ট্র্যাক করবে আর্টিফিশিয়ান ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং। কোন গাড়ি অন্য পথে গেলে বা মাঝপথে অকারনে গাড়ি থামলে তা নিজে থেকেই বুঝে যাবে এই সিস্টেম।
কোন ভাবে সুরক্ষায় গাফিলতির সম্ভাবনা দেখা গেলেই কোম্পানির সুরক্ষা দলের কাছে সেই খবর পৌঁছে যাবে। তখনই Ola –র সুরক্ষা দল ফোনে যাত্রীর সাথে যোগযোগ করবেন। কোন সমস্যা হলে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোম্পানির সুরক্ষা বাহিনী।
সম্প্রতি সারা দেশে একাধিক ট্যাক্সি ড্রাইভারের বিরূদ্ধে যাত্রীর সাথে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে। এই সময় Ola –র নতুন এই সুরক্ষা ফিচার সারা Ola যাত্রীদের আরও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন