2018 সালের সেরা গেমের পুরস্কার জিতে নিয়েছে PUBG Mobile। এই বছর প্রথম Google Play Store পুরস্কারে গ্রাহকের পছন্দের বিভাগ শুরু হয়েছে। সেরা গেমের সাথেই 2018 সালের গ্রাহকের সব থেকে পছন্দের গেমের পুরস্কারও ছিনিয়ে নিয়েছে এই গেম।
Google Play Store এ 2018 সালের সেরা গেমের পুরস্কার জিতেছে PUBG Mobile
সোমবার Google Play Store এ 2018 সালের সেরার অ্যাপ, গেম, সিনেমা, টিভি শো ও ইবুকের তালিকা প্রকাশ করেছে Google। সেখানে 2018 সালের সেরা গেমের পুরস্কার জিতে নিয়েছে PUBG Mobile। এই বছর প্রথম Google Play Store পুরস্কারে গ্রাহকের পছন্দের বিভাগ শুরু হয়েছে। সেরা গেমের সাথেই 2018 সালের গ্রাহকের সব থেকে পছন্দের গেমের পুরস্কারও ছিনিয়ে নিয়েছে এই গেম। ভারতে গ্রাগকের সবথেকে পছন্দের অ্যাপের পুরস্কার জিতেছে Google Pay। সম্প্রতি Google Tez পেমেন্ট অ্যাপের নাম বদলে ভারতে Google Pay নামে লঞ্চ হয়েছিল অ্যাপটি।
ডিসেম্বরে PS4 এ লঞ্চ হবে PUBG। সম্প্রতি Amazon জানিয়েছে আগামী 8 ডিসেম্বর থেকে PS4 এর জন্য PUBG বিক্রি শুরু হবে। PS4 এ PUBG লঞ্চ হলে প্রাধান সব গেমিং প্ল্যাটফর্মের খেলা যাবে এই ফাস্ট পার্সেন শূটিং গেম। তবে PS4 এর জন্য সম্পূর্ণ অন্যভাবে ডিজাইন করা হয়েছে PUBG। অনেকেই জানিয়েছেন এটি PUBG খেলার সেরা উপায়।
ইতিমধ্যেই বিশ্বব্যাপী দারুন জনপ্রিয় হয়েছে PlayerUnknown's Battleground (PUBG)। ভারতও তার ব্যতিক্রম নয়। এবার PS4 প্ল্যাটফর্মে এই গেমের আগমন PUBG কে আরও জনপ্রিয় করবে। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে মার্কিন দুনিয়ায় এখন PUBG খেলোয়াড়ের সংখ্যা 30 লক্ষ। এর মধ্যে বেশিরভাগ খেলোয়াড় Android ডিভাইস থেকে এই গেম খেলেন। কয়েকদিন আগেই কোম্পানি জানিয়েছিল বিশ্বব্যাপী Android ও iOS মিলে মোট PUBG খেলোয়াড়ের সংখ্যা 10 কোটি। এই বছর মার্চ মাসেই মোবাইলের জন্য লঞ্চ হয়েছিল PlayerUnknown's Battleground (PUBG)।
মার্চ মাসে Android ও iOS এর জন্য PUBG গেম লঞ্চ করা হয়েছিল। মে মাসে 1 কোটি খেলোয়াড় প্রতিদিন এই গেম খেলা শুরু করেন। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে চার মাসে কম সময়ে প্রতিদিন 1.4 কোটি খেলোয়াড় প্রতিদিন PUBG খেলেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription