রেলের নতুন অ্যাপ RailOne চালু হল, টিকিট বুকিং থেকে ট্রেনে খাবার অর্ডার, পাবেন সমস্ত পরিষেবা

যাত্রী সুবিধার্থে নতুন RailOne অ্যাপ আনল ভারতীয় রেলওয়ে৷ এই সুপারঅ্যাপে টিকিট কাটা থেকে খাবার অর্ডার সহ রেলওয়ের সমস্ত পরিষেবা মিলবে।

রেলের নতুন অ্যাপ RailOne চালু হল, টিকিট বুকিং থেকে ট্রেনে খাবার অর্ডার, পাবেন সমস্ত পরিষেবা

Photo Credit: IRCTC

RailOne অ্যাপের মাধ্যমে টিকিট বুক থেকে খাবার অর্ডার দেওয়া সহ অনেক কিছু করতে পারবেন

হাইলাইট
  • RailOne অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ডিভাইসেই উপলব্ধ
  • অ্যাপের মাধ্যমে সংরক্ষিত, অসংরক্ষিত ও প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন
  • এটি খাবার অর্ডার, রিফান্ড রিকোয়েস্ট ও PNR অনুসন্ধান পরিষেবা প্রদান করে
বিজ্ঞাপন

জুলাইয়ের প্রথম দিনেই যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্য নিয়ে নতুন RailOne অ্যাপ চালু করল ভারতীয় রেলওয়ে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই নতুন সুপারঅ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপের আগে সুপার শব্দটি বসানোর কারণ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন টিকিট বুক করা যাবে, তেমনই নিজের কামরায় বসে খাবার অর্ডার দিতে পারবেন। আবার ট্রেন সম্পর্কিত যাবতীয় খবর চোখের সামনে চলে আসবে। অর্থাৎ একটি অ্যাপই যাত্রীদের সমস্ত রেল সংক্রান্ত প্রয়োজন মেটাবে। রেলের বিভিন্ন পরিষেবার জন্য স্মার্টফোনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রাখতে হবে না, তাতে স্টোরেজ খালি হয়ে মোবাইলের স্পেসও বাড়বে। RailOne অ্যান্ড্রয়েড এবং iPhone উভয় ডিভাইসেই উপলব্ধ। এটি ফেব্রুয়ারিতে বিটা ভার্সনে চালু হওয়া SwaRail অ্যাপটির চূড়ান্ত সংস্করণ।

RailOne সুপারঅ্যাপের ফিচার্স

রেলওয়ান অ্যাপটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) তৈরি করেছে৷ গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। অনেক বছর ধরেই ভারতীয় রেলওয়ের নির্দিষ্ট পরিষেবার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে, নতুন সুপারঅ্যাপটি সেগুলিকে এক ছাতার তলায় এনেছে। এমনকি, আপনার ট্রেনের কোচটি প্ল্যাটফর্মের কোথায় থামবে বা আগে থেকে রয়েছে, তাও খুঁজে বের করতে সাহায্য করবে এই সুপারঅ্যাপ।

রেলওয়ান অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করা জলের মতো সহজ। সংরক্ষিত (রিজার্ভ) হোক বা অসংরক্ষিত (আনরিজার্ভ), কিংবা প্ল্যাটফর্ম টিকিট - সমস্ত রকমের টিকিট এই একটি অ্যাপ থেকে বুক করতে পারবেন আপনি। পাশাপাশি, বাণিজ্যিক পণ্য, সরঞ্জাম, কাঁচামাল, ও অন্যান্য বড় জিনিসপত্রের পরিবহন অথবা, ছোট আকারের পার্সেল ডেলিভারির জন্য বুকিং করা যাবে।

রেলওয়ান অ্যাপ রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিংও অফার করে। যাত্রীরা ট্রেনের বর্তমান অবস্থান, প্রত্যাশিত আগমনের সময়, সম্ভাব্য বিলম্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট পেতে পারেন। এছাড়া, PNR নম্বর দিয়ে টিকিটের বর্তমান অবস্থা দেখতে পারবেন। রেল মন্ত্রকের দাবি, এটি ব্যবহারকারীদের অবহিত রাখে এবং সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করতে সহায়তা করে।

রেলওয়ান অ্যাপে রেজিস্টার করার জন্য খুবই ন্যূনতম তথ্য লাগবে। সমস্ত ধরনের যাত্রীদের কথা মাথায় রেখে সাইন ইন করার পদ্ধতি সহজ রাখা হয়েছে। রেল যাত্রায় কোনও সমস্যার সম্মুখীন হলে যদি অভিযোগ জানাতে চান, তাহলে সুপারঅ্যাপটি 'রেল মাদাদ'-এর মাধ্যমে দ্রুত সমাধানের জন্য অভিযোগ দায়ের ও তা ট্র্যাক করার সুবিধা প্রদান করে। এছাড়াও, যাত্রার সময় অ্যাপটির মাধ্যমে রেলের পার্টনার ভেন্ডারদের কাছ থেকে খাবার অর্ডার করার পরিষেবাও অ্যাক্সেস করা যেতে পারে।

টিকিট বুকিং ছাড়াও, RailOne ব্যবহারকারীদের রিফান্ডের অনুরোধ করার সুযোগ দেয়। অ্যাপটিতে R-Wallet এর ইন্টিগ্রেশনও রয়েছে। এটি একটি ডিজিটাল ওয়ালেট যা অ্যাপের মাধ্যমে ব্যবহৃত পরিষেবাগুলির জন্য সুবিধাজনক অর্থপ্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »