Photo Credit: Twitter/ Aruna Sundararajan
সরকারের কোন মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা নেই। এই কথা জানিয়েছেন ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় টেলিকম দপ্তরের সেক্রেটারি অরুনা সুন্দরাজন বলেন, সরকার “প্রযুক্তিগত সমাধান” খঁজার চেষ্টা করছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মতো প্রযুক্তি ব্যবহার করে এই সমাধান খোঁজার কাজ চলছে।
আগে এক রিপোর্টে জানানো হয়েছিল, ভুয়ো খবরের প্রচার রুখতে টেলিকম দপ্তর বিভিন্ন টেলিকম অপারেটারকে মেসেজিং অ্যাপ ব্লক করার নির্দেশ দিয়েছিল।
এই রিপোর্টের উত্তরে ভারতে সেলুলার অপারেটার অ্যাসোসিয়েশানের প্রধান বলেন একটি টেলিকম অপারেটারের পক্ষে নির্দিষ্ট কোন অ্যাপ ব্লক করা কঠিন কাজ। সরকারের আরও কার্যকর সমাধান খোঁজা উচিৎ।
মঙ্গলবার তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ WhatsApp সিইও ক্রিস ডেনিয়েলের সাথে দিল্লিতে এক বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে ভারতে WhatsApp এর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন এই বৈঠকে WhatsApp সিইও ভুয়ো খবর প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন