Android এ Truecaller (version 9.4.10) এ নতুন এই ফিচার যোগ হয়েছে। এই ফিচারের মাধ্যমে অ্যাপ থেকে খুব সহজেই ব্লক করা কনট্যাক্টগুলি ম্যানেজ করা সম্বব। এছাড়াও SMS এ একটি বাগ ফিক্স করেছে Truecaller।
গ্রাহকদের ব্লক লিস্ট ম্যানেজের সুবিধার জন্য নতুন একটি ব্লক সেকশান যোগ করল Truecaller। এছাড়াও নতুন এই আপডেটে SMS সেকশানে বাগ ফিক্স করা হয়েছে। নতুন এই আপডেট রিলিজের সাথেসাথেই Windows Phone এ Truecaller বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। 2015 সালে Windows 10 Mobile এ Truecaller লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি একাধিক কোম্পানি Windows Phone এ তাদের সাপোর্ট বন্ধ করে দিয়েছে। এমনকি Microsoft Windows Phone-এ তাদের অ্যাপের সাপোর্ট বন্ধ করে দিয়েছে। আর এই তালিকায় নতুন সংযোজন Truecaller।
Android এ Truecaller (version 9.4.10) এ নতুন এই ফিচার যোগ হয়েছে। এই ফিচারের মাধ্যমে অ্যাপ থেকে খুব সহজেই ব্লক করা কনট্যাক্টগুলি ম্যানেজ করা সম্বব। এছাড়াও SMS এ একটি বাগ ফিক্স করেছে Truecaller।
এই দুটি নতুন ফিচার সহ আপডেটেড এই Truecaller ভার্সান Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপ এ সাইজ 26MB। Android 4.1 বা তার বেশি ভার্সানে এই অ্যাপ ইনস্টল করা সম্ভব।
Android এ নতুন আপডেটের সাথেই Windows Phone এ Truecaller সাপোর্ট তুলে নেওয়ার খবর পাওয়া গিয়েছে। টুইটারে এই খবর প্রকাশ করা হয়েছে। যদিও এই টুইটার অ্যাকাউন্টটি কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট কী না তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
যদিও এই প্রতিবেদন লেখার সময় Windows Phone এ Microsoft Store এ Truecaller অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। গত সপ্তাহে প্রিমিয়াম গ্রাহকদের জন্য প্রোফাইল ভিজিটারদের দেখানোর ফিচার এনেছিল Truecaller। Chillr এর সাথে হাত মিলিয়ে ভারতে ডিজিটাল পেমেন্টে নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে স্টকহোমের এই কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along