iPhone অ্যাপ এ একাধিক নতুন ফিচার যোগ করল Truecaller। সম্প্রতি iPhone এর Truecaller অ্যাপ এ টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, রিজার্জ ফিচার যোগ হয়েছে। শুধুমাত্র ভারতের Truecaller গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। মার্চ মাসে Android এর Truecaller অ্যাপ এ এই ফিচারগুলি যোগ হয়েছিল। এবার iOS এর Truecaller এ 9.12 ভার্সানে এই ফিচারগুলি যোগ হল। কোম্পানি জানিয়েছে BHIM-UPI সার্ভিস ও ভারতে 80 টি বিল পেয়ারের সাথে হাত মিলিয়ে এই ফিচার লঞ্চ করেছে Truecaller।
ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে ভারতে টাকা ট্রান্সফারের এই ফিচার লঞ্চ করেছে Truecaller। Truecaller Pay এর মাধ্যমে একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) তৈরী করা যাবে। যে কোন UPI বেসড সার্ভিসে এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে। যদিও Truecaller দিয়ে টাকা পাঠানোর জন্য ICICI ব্যাঙ্কে টাকা থাকার প্রয়োজন নেই। যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো যাবে। এর সাথেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই বিল পেমেন্ট অথবা রিচার্জ করা যাবে।
Truecaller অ্যাপ থেকেই Truecaller Pay সার্ভিস ব্যবহার করা যাবে। iOS এ Truecaller অ্যাপ আপডেট করার পরে Truecaller Pay নামে নতুন একটি ট্যাব যোগ হবে। সেখাণে ট্যাপ করে স্ক্রিনের নির্দেশ ফলো করলে Truecaller Pay এ যোগ দেওয়া যাবে।
গত মাসে Chillr অ্যাপ কিনে নিয়েছিল Truecaller, এর সাথেই Truecaller Pay 2.0 লঞ্চের কথা ঘোষনা করা হয়েছিল। Truecaller Pay এর সাথে এই অ্যাপ কে মিলিয়ে মোট 15 কোটি গ্রাহকের কাছে পৌঁছে যেতে চায় Truecaller।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন