নতুন আপডেটে এবার Android ফোনে Uber Lite অ্যাপ থেকে পুল ট্যাক্সি বুক করা যাবে। এছাড়াও Paytm থেকে পেমেন্ট করা যাবে এই অ্যাপ ব্যবহার করে। জুন মাসে ভারতে নতুন গ্রাহক টানতে নতুন হালকা পাতলা Uber Lite অ্যাপ লঞ্চ করেছিল মার্কিন ক্যাব সার্ভিসটি। শুরুতে দিল্লি, হায়দ্রাবাদ ও জয়পুরে এই অ্যাপ লঞ্চ হয়েছিল। 5.4MB সাইজের এই অ্যাপ 2G নেটওয়ার্কেও চুটিয়ে কাজ করে।
এতদিন পুল বুকিং এর অপশান না থাকলেও এবার Uber Lite অ্যাপে পুল বুকিং এর অপশান যোগ হল। Android অপারেটিং সিস্টেমের গ্রাহকরা Uber Lite অ্যাপ থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
Uber Lite অ্যাপ ব্যবহার করে পুল বুক করার জন্য অ্যাপ থেকে শুরুতে পিক আপ লোকেশান আর ডেস্টিনেশান সিলেক্ট করতে হবে। আর পুল অপশান সিলেক্ট করতে হবে। পুল বুক করার আগেই যাত্রায় মোট কত টাকা খরচ হবে তা জানিয়ে দেবে Uber Lite অ্যাপ। পুল বুক করার সময় একটি বা দুটি সিট বুক করা যাবে।
এর সাথেই Uber Lite অ্যাপ থেকে Paytm পেমেন্ট করা যাবে। আগে Uber Lite অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র ক্যাশ ব্যবহার করে পেমেন্ট করা যেত। এবার ক্যাশ পেমেন্টের সাথেই Uber Lite থেকে Paytm পেমেন্ট ব্যবহার করে যাত্রা করা যাবে।
Google Play Store থেকে Uber Lite অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। Android 4.4 বা তার বেশি ভার্সানের যে কোন Android ফোনে এই অ্যাপ ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন