Zomato জানিয়েছে নতুন এই প্যাক কোনও ভাবেই খোলা যাবে না। একবার খললে আর কোনও ভাবেই আটকানো যাবে এই সেই প্যাকেট। ট্রান্সপারেন্ট পলিমার দিয়ে এই প্যাকেট তৈরী হয়েছে।
Photo Credit: Zomato
Zomato জানিয়েছে নতুন এই প্যাক কোনও ভাবেই খোলা যাবে না
গত বছর ডিসেম্বর মাসে এক ডেলিভারি বয়ের খাবারের প্যাকেট খুলে খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে এক Zomato ডেলিভারি বয়কে রাস্তায় স্কুটার থামিয়ে গ্রাহকের খাবারের প্যাকেট খুলে খাবার খেতে দেখা গিয়েছিল। এর ফলে ডেলিভারি অ্যাপে কেনা খাবারের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে। এই ভিডিও প্রকাশ্যে আসার সাথে সাথে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল Zomato। এই ধরনের ঘটনা এড়াতে এবার “ট্যাম্পার প্রুফ প্যাক” নিয়ে এল Zomato।
Zomato জানিয়েছে নতুন এই প্যাক কোনও ভাবেই খোলা যাবে না। একবার খললে আর কোনও ভাবেই আটকানো যাবে এই সেই প্যাকেট। ট্রান্সপারেন্ট পলিমার দিয়ে এই প্যাকেট তৈরী হয়েছে। রেস্টরেন্ট থেকে এই প্যাকেটে খাবার সিল করে দেওয়া হবে। একাধিক মাপে নতুন প্যাক নিয়ে এসেছে Zomato।
এই সিল না থাকলে গ্রাহকদের খাবার নিতে বারন করেছে Zomato। কোনভাবে এই প্যাকেট ছেঁড়া থাকলেও খাবার নিতে বারন করা হয়েছে গ্রাহকদের। আপাতত দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, জয়পুর, চন্ডীগড়, নাগপুর, ভদোদরা ও কলকাতায় এই পরিষেবা শুরু করেছে Zomato।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters