স্বাধীন ভারতে প্রযুক্তির ইতিহাসে স্মরণীয় কিছু মুহুর্ত

স্বাধীন ভারতে প্রযুক্তির ইতিহাসে স্মরণীয় কিছু মুহুর্ত
বিজ্ঞাপন

মানুষ প্রযুক্তির ব্যবহার শিখেছি সেই প্রস্ত্রর যুগে পাথর থেকে অস্ত্র বানানোর সময় থেকে। এর পরে প্রযুক্তি মানব সভ্যতার ইতিহাস বদলে দিয়েছে। প্রযুক্তির ব্যবহার প্রতি নিয়ত মানুষের জীবনকে আরও সহজ করে দিয়েছে। সারা পৃথিবীর মতোই ভারতেও প্রযুক্তির ব্যবহার হয়েছে নিজের মতো করেই। প্রাচীন ভারত ছিল বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান। এরপরে একাধিক বিদেশী শক্তি ও পরে ব্রিটিশদের হাতে চলে যায় ভারত। 1947 সালে আজকের দিনে প্রথম ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছিল ভারত। ধীরেধীরে স্বমহিমায় ফিরে আসে ভারতবাসী। প্রযুক্তির দুনিয়ায় একের পর এক অবশ্বাস্য কাজ করতে শুরু করেন এই দেশের বিজ্ঞানীরা। আসুন দেখে নি স্বাধীন ভারতে প্রযুক্তির দিক থেকে স্মরণীয় কিছু ঘটনা।

1959

বোকা বাক্স এখন স্মার্ট হয়েছে। আর এই যাত্রা শুরু হয়েছিল 1959 সালে। এই বছর প্রথম টেলিভিশান সম্প্রচার শুরু হলেও দৈনিক সম্প্রচার শুরু হয়েছিল 1965 সালে। তখন এই দেশে দূরদর্শন ছাড়া অন্য কোন চ্যানেল ছিল না। পরে 1982 সালে ভারতে কালার টিভি সম্প্রচার শুরু হয়। এখন ভারতে 830 এর বেশি বেসরকারী চ্যানেল রয়েছে।

1975

আজ তথ্য প্রযুক্তির এই বিপ্লব কৃত্রিম উপগ্রহের হাত ধরে। 1975 সালের 19 এপ্রিল প্রথম ভারতের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছিল। এই কৃত্রিম উপগ্রহের নাম ছিল আর্যভট্ট।

1977

1977 সালে তৎকালীন মাদ্রাজে (এখন চেন্নাই) প্রথম ভারতের FM রেডিও সম্প্রচার শুরু হয়েছিল।। 1993 সালে অল ইন্ডিয়া রেডিও ভারতে FM সম্প্রচারের দায়িত্ব পায়। 2001 সালে Radio City-র হাত ধরে ভারতে বেসরকারী FM রেডিও চ্যানেলের আগমন ঘটে। এর পর থেকেই ভারতে বিপুল জনপ্রিয়তা লাভ করে FM রেডিও।

1986
1986 সালে এডুকেশানাল রিসার্চ নেটওয়ার্কের হাত ধরে ভারতে ইন্টারনেটের প্রবেশ ঘটে। দেশের গবেষক ও ছাত্ররা এই নেটওয়ার্ক তৈরী করেছিলেন। পরে 1995 সালের 14 অগাস্ট ভারতের প্রথম আম জনতার জন্য ইন্টারনেট কানেকশান শুরু করে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড (VSNL)।

1995

এই বছর ভারতে মোবাইল ফোনের প্রবেশ ঘটে ভারতের প্রথম নেটওয়ার্কের নাম ছিল Modi Telstra। যা পরে Spice নামে খ্যাত হয়েছিল। 1995 সালের 31 জুলাই তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী সুখ রামকে দেশের প্রথম মোবাইল ফোনের কল করেছিলেন। এই বছরেই দেশে প্রথম পেজার সার্ভিস শুরু হয়েছিল। পেজারের বাজারে একছত্র আধিপত্য দেখিয়েছিল Motorola। 1998 সালে সারা দেশে 20 লক্ষ পেজার ব্যবহারকারী ছিলেন। পরে মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার কারণে বাজার থেকে হারিয়ে গিয়েছিল পেজার।

2008

আজ আমরা যাকে স্মার্টফোন হিসাবে চিনি ভারতে এই ফোনের আগমন হয়েছিল 2008 সালে। এই বছর Airtel এর হাত ধরে ভারতে iPhone এর আগমন হয়। ভারতের প্রথম Android ফোনের নাম ছিল HTC Magic। 2009 সালে ভারতে আসে প্রথম Android ফোন। এই ফোনে Android 1.6 Donut অপারেটিং সিস্টেম চলত। 30,000 টাকা দামে এই ফোন লঞ্চ হয়েছিল। Airtel এর সাথে হাত মিলিয়ে ভারতে এই ফোন লঞ্চ করেছিল HTC।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Indepence Day 2018, Technology
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Huawei কোম্পানির পক্ষ থেকে 6,620mAh ব্যাটারীর সাথে উন্মোচিত হয়েছে Huawei Enjoy 80
  2. Insta360 X4-এর উত্তরসূরী হিসেবে ভারতে উম্মোচিত হয়েছে Insta360 X5
  3. Intel Celeron প্রসেসর নিয়ে আসতে চলেছে Asus কোম্পানির নতুন ল্যাপটপ
  4. ভারতের বাজারে উন্মোচিত হয়েছে রেডমীর একদম নতুন স্মার্টওয়াচ Redmi Watch Move
  5. খুব শীঘ্রই Nothing CMF Phone 2 Pro উম্মোচিত করতে চলেছে
  6. আকর্ষণীয় নতুন ডিজাইন ও দামে সাথে ভারতে HMD Barbie Phone লঞ্চ হলো
  7. প্রকাশিত হলো বিভিন্ন রকম RAM ও স্টোরেজ বিকল্পের সাথে Oppo K12s 5G-ফোনটির বিবরণ
  8. আগামী 24 এপ্রিল Oppo নিয়ে আসতে পারে একটি নতুন হ্যান্ডসেট Oppo A5 Pro 5G
  9. 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে ভারতের বাজারে উন্মোচিত হলো Itel A95 5G
  10. এই প্রথম Motorola কোম্পানী নিয়ে এলো তাদের ল্যাপটপ Moto Book
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »