স্বাধীন ভারতে প্রযুক্তির ইতিহাসে স্মরণীয় কিছু মুহুর্ত

প্রাচীন ভারত ছিল বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান। এরপরে একাধিক বিদেশী শক্তি ও পরে ব্রিটিশদের হাতে চলে যায় ভারত। 1947 সালে আজকের দিনে প্রথম ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছিল ভারত। ধীরেধীরে স্বমহিমায় ফিরে আসে ভারতবাসী।

স্বাধীন ভারতে প্রযুক্তির ইতিহাসে স্মরণীয় কিছু মুহুর্ত
বিজ্ঞাপন

মানুষ প্রযুক্তির ব্যবহার শিখেছি সেই প্রস্ত্রর যুগে পাথর থেকে অস্ত্র বানানোর সময় থেকে। এর পরে প্রযুক্তি মানব সভ্যতার ইতিহাস বদলে দিয়েছে। প্রযুক্তির ব্যবহার প্রতি নিয়ত মানুষের জীবনকে আরও সহজ করে দিয়েছে। সারা পৃথিবীর মতোই ভারতেও প্রযুক্তির ব্যবহার হয়েছে নিজের মতো করেই। প্রাচীন ভারত ছিল বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান। এরপরে একাধিক বিদেশী শক্তি ও পরে ব্রিটিশদের হাতে চলে যায় ভারত। 1947 সালে আজকের দিনে প্রথম ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছিল ভারত। ধীরেধীরে স্বমহিমায় ফিরে আসে ভারতবাসী। প্রযুক্তির দুনিয়ায় একের পর এক অবশ্বাস্য কাজ করতে শুরু করেন এই দেশের বিজ্ঞানীরা। আসুন দেখে নি স্বাধীন ভারতে প্রযুক্তির দিক থেকে স্মরণীয় কিছু ঘটনা।

1959

বোকা বাক্স এখন স্মার্ট হয়েছে। আর এই যাত্রা শুরু হয়েছিল 1959 সালে। এই বছর প্রথম টেলিভিশান সম্প্রচার শুরু হলেও দৈনিক সম্প্রচার শুরু হয়েছিল 1965 সালে। তখন এই দেশে দূরদর্শন ছাড়া অন্য কোন চ্যানেল ছিল না। পরে 1982 সালে ভারতে কালার টিভি সম্প্রচার শুরু হয়। এখন ভারতে 830 এর বেশি বেসরকারী চ্যানেল রয়েছে।

1975

আজ তথ্য প্রযুক্তির এই বিপ্লব কৃত্রিম উপগ্রহের হাত ধরে। 1975 সালের 19 এপ্রিল প্রথম ভারতের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছিল। এই কৃত্রিম উপগ্রহের নাম ছিল আর্যভট্ট।

1977

1977 সালে তৎকালীন মাদ্রাজে (এখন চেন্নাই) প্রথম ভারতের FM রেডিও সম্প্রচার শুরু হয়েছিল।। 1993 সালে অল ইন্ডিয়া রেডিও ভারতে FM সম্প্রচারের দায়িত্ব পায়। 2001 সালে Radio City-র হাত ধরে ভারতে বেসরকারী FM রেডিও চ্যানেলের আগমন ঘটে। এর পর থেকেই ভারতে বিপুল জনপ্রিয়তা লাভ করে FM রেডিও।

1986
1986 সালে এডুকেশানাল রিসার্চ নেটওয়ার্কের হাত ধরে ভারতে ইন্টারনেটের প্রবেশ ঘটে। দেশের গবেষক ও ছাত্ররা এই নেটওয়ার্ক তৈরী করেছিলেন। পরে 1995 সালের 14 অগাস্ট ভারতের প্রথম আম জনতার জন্য ইন্টারনেট কানেকশান শুরু করে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড (VSNL)।

1995

এই বছর ভারতে মোবাইল ফোনের প্রবেশ ঘটে ভারতের প্রথম নেটওয়ার্কের নাম ছিল Modi Telstra। যা পরে Spice নামে খ্যাত হয়েছিল। 1995 সালের 31 জুলাই তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী সুখ রামকে দেশের প্রথম মোবাইল ফোনের কল করেছিলেন। এই বছরেই দেশে প্রথম পেজার সার্ভিস শুরু হয়েছিল। পেজারের বাজারে একছত্র আধিপত্য দেখিয়েছিল Motorola। 1998 সালে সারা দেশে 20 লক্ষ পেজার ব্যবহারকারী ছিলেন। পরে মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার কারণে বাজার থেকে হারিয়ে গিয়েছিল পেজার।

2008

আজ আমরা যাকে স্মার্টফোন হিসাবে চিনি ভারতে এই ফোনের আগমন হয়েছিল 2008 সালে। এই বছর Airtel এর হাত ধরে ভারতে iPhone এর আগমন হয়। ভারতের প্রথম Android ফোনের নাম ছিল HTC Magic। 2009 সালে ভারতে আসে প্রথম Android ফোন। এই ফোনে Android 1.6 Donut অপারেটিং সিস্টেম চলত। 30,000 টাকা দামে এই ফোন লঞ্চ হয়েছিল। Airtel এর সাথে হাত মিলিয়ে ভারতে এই ফোন লঞ্চ করেছিল HTC।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
  2. Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা
  3. Realme P4x 5G-এর দাম ও ফিচার্স ফাঁস, 90টি অ্যাপ একসঙ্গে চললেও স্লো হবে না!
  4. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  5. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  6. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  7. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  8. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
  9. Oppo-র প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু, জিরো ডাউন পেমেন্ট ও নো-কস্ট EMI অফার আছে
  10. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »