জেনে নিন কী করে আপনি অন্যদের আটকাবেন আপনাকে যে কোনও WhatsApp গ্রুপে অ্যাড করা থেকে
প্রথমেই দেখে নিন আপনি WhatsApp-র সাম্প্রতিকতম সংস্করণটি আপলোড করেছেন কিনা
হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Groups) সত্যিই একটা দারুণ ব্যাপার। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের নিয়ে তৈরি গ্রুপের মাধ্যমে দূরে থেকেও সকলের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। কেবল বন্ধু বা আত্মীয় নয়, অচেনা সমমনস্ক মানুষরাও হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপের মাধ্যমে নিজেদের আগ্রহের বিষয় নিয়ে চর্চা করতে পারেন। কিন্তু এই গ্রুপই অনেক সময় আপনার বিরক্তি ও হতাশার কারণ হতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপের এমন সুন্দর ফিচার রয়েছে, যার সাহায্যে আপনাকে কোনও গ্রুপে জয়েন করার আমন্ত্রণ পাঠানো সম্ভব। তাহলে কেন আপনি খামোখা লোককে সুযোগ দেবেন যে কোনও গ্রুপে আচমকাই আপনাকে অ্যাড করে দেওয়ার?
জেনে নিন কী করে আপনি অন্যদের আটকাবেন আপনাকে যে কোনও গ্রুপে অ্যাড করা থেকে।
হোয়াটসঅ্যাপের নতুন গ্রুপ প্রাইভেসি সেটিংস পাওয়া যাবে Android ও iPhone-এ। জেনে নিন আপনার স্মার্টফোনে কী করে এই সেটিংস চালু করবেন।
প্রথমেই দেখে নিন আপনি হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি আপলোড করেছেন কিনা। iPhone-এ এই ভার্সান হল 2.19.112 এবং Android-এ ভার্সান হল 2.19.308। আপনি Android-এর ক্ষেত্রে গুগল প্লে স্টোর ও iPhone-এর ক্ষেত্রে অ্যাপ স্টোরে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিতে পারবেন।
Android-এর ক্ষেত্রে
১. হোয়াটসঅ্যাপে গিয়ে ডান দিকের শীর্ষে অবস্থিত তিন বিন্দু আইকনে ট্যাপ করুন।
২. এবার Settings > Account > Privacy
৩. Groups-এ ট্যাপ করে তিনটি অপশনের একটি বেছে নিন। অপশনগুলি হল Everyone, My Contacts ও My Contacts Except।
৪. Everyone হলে আপনাকে যে কেউ যে কোনও গ্রুপে অ্যাড করতে পারবেন।
৫. My Contacts হলে আপনার বন্ধু তালিকায় থাকা কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন।
৬. My Contacts Except অপশনের মাধ্যমে কেবল বাছাই ব্যক্তিই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন।
iPhone-এর ক্ষেত্রে
১. হোয়াটসঅ্যাপ খুলে নীচে গিয়ে Settings-এ যান।
২. এবার Account > Privacy > Groups।
৩. এবার তিনটি অপশন Everyone, My Contacts ও My Contacts Except থেকে বেছে নিন আপনার অপশন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life